Advertisement
২৫ নভেম্বর ২০২৪

নেইমারের বিশ্বজয়ী মেন্টর প্রয়াত

তাঁর সেরা ছাত্রের কোপা আমেরিকায় ঝলসে ওঠার তৃপ্তি নিয়েই কি চিরতরে চলে গেলেন জিতো? নিজে গোটা খেলোয়াড়জীবন সান্তোসে খেলার পর জিতো-ই নিজের ক্লাবে প্রথম নিয়ে এসেছিলেন নেইমারকে। তার পর ইতিহাস! নেইমারের মতো রোবিনহোকেও সান্তোসে সই করিয়েছিলেন জিতো। রবিবার রাতেই নেইমারের ঝলসানিতে তাঁর দেশ কোপায় প্রথম ম্যাচ জেতে।

গুরু জিতোর সঙ্গে নিজের ছবি টুইট করলেন নেইমার।

গুরু জিতোর সঙ্গে নিজের ছবি টুইট করলেন নেইমার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:০৪
Share: Save:

তাঁর সেরা ছাত্রের কোপা আমেরিকায় ঝলসে ওঠার তৃপ্তি নিয়েই কি চিরতরে চলে গেলেন জিতো?
নিজে গোটা খেলোয়াড়জীবন সান্তোসে খেলার পর জিতো-ই নিজের ক্লাবে প্রথম নিয়ে এসেছিলেন নেইমারকে। তার পর ইতিহাস! নেইমারের মতো রোবিনহোকেও সান্তোসে সই করিয়েছিলেন জিতো। রবিবার রাতেই নেইমারের ঝলসানিতে তাঁর দেশ কোপায় প্রথম ম্যাচ জেতে। কিন্তু রাত পোহাতেই সোমবার ব্রাজিলের ওয়ান্ডারকিডের জন্য অপেক্ষা করছিল জীবনের অন্যতম খারাপ খবর। তাঁর মেন্টর জিতো-ই নেই। দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্রাক্তন ব্রাজিল ফুটবলারের বয়স হয়েছিল ৮২ বছর। যদিও মৃত্যুর সরকারি কারণ এখনও অজানা।
খবর পেয়েই ‘শকড্’ নেইমার টুইট করেছেন, ‘এই মানুষটাকে ব্যাখ্যা করার কোনও শব্দ আমার কাছে নেই। আমি শুধু ওনাকে ধন্যবাদ জানাতে পারি। ধন্যবাদ জিতো!’

১৯৫৮ ও ১৯৬২ উপর্যুপরি দু’বার বিশ্বকাপজয়ী জিতোর বাষট্টির ফাইনালে একটি গোলও আছে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ৩-১ জয়ের ম্যাচে। পেলের সঙ্গে ব্রাজিলের একই দলে খেলে জিতো বিশ্বকাপের মতোই সান্তোসের হয়ে পরপর দু’বার লিবারতাদোরেস কাপও জেতেন।

জিতোর প্রয়াণের খবর পেয়েই শোকগ্রস্ত ফুটবল সম্রাট পেলেও। টুইটারে তাঁর প্রতিক্রিয়া, ‘‘কেবল মেন্টর বা বন্ধু বললেই শেষ হবে না। সান্তোসে সই করার দিন থেকেই জিতো ছিল আমার কাছে এক জন পিতৃতুল্য ব্যক্তিত্ব। কত সুখস্মৃতি গুনে বলা যাবে না। দেশের হয়ে একসঙ্গেই সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করেছি আমরা। ওর পরিবারের জন্য রইল আমার সমবেদনা। জিতো তুমি শান্তিতে থেকো।’’

অন্য বিষয়গুলি:

neymar mentor jito neymar jito jito expired
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy