Advertisement
০৩ নভেম্বর ২০২৪
নায়ক যখন ‘সুপার সাব’ উইসাম বেন ইয়েদের

দুর্দশার ম্যান ইউ, পতন চ্যাম্পিয়ন্স লিগেও

ম্যান ইউনাইটেডের লড়াই থেমে গেল এক ‘সুপার সাব’-এর সামনে। দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৭৮ মিনিটে উইসাম বেন ইয়েদের-এর জোড়া গোল ছিটকে দিল জোসে মোরিনহোর দলকে।

বিপর্যস্ত: চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে হারের পরে বিধ্বস্ত লুকাকু, পোগবা। ছবি:এএফপি

বিপর্যস্ত: চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে হারের পরে বিধ্বস্ত লুকাকু, পোগবা। ছবি:এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৪:২৬
Share: Save:

ম্যান ইউনাইটেড ১ : সেভিয়া ২

‘থিয়েটার অব ড্রিমস’ এর আগে অনেক স্বপ্নের জন্ম দেখেছে, অনেক স্বপ্নের মৃত্যুও। মঙ্গলবার রাতেও দেখল। দেখল, কী ভাবে স্পেনের এক দ্বিতীয় সারির দলের কাছে শেষ হয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন। ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার কাছে ১-২ হেরে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারেই থেমে গেল ম্যান ইউনাইটেডের লড়াই। দু’পর্ব মিলিয়ে ২-১ জিতে সেভিয়া চলে গেল শেষ আটে।

ম্যান ইউনাইটেডের লড়াই থেমে গেল এক ‘সুপার সাব’-এর সামনে। দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৭৮ মিনিটে উইসাম বেন ইয়েদের-এর জোড়া গোল ছিটকে দিল জোসে মোরিনহোর দলকে। ৮৪ মিনিটে রোমেলু লুকাকু একটা গোল শোধ দিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

৭২ মিনিটের মাথায় যখন স্কোর ০-০, তখনই ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদের-কে নামান সেভিয়া কোচ ভিসেনজো মন্তেলা। এর ঠিক দু’মিনিট পরেই গোল। পেনাল্টি বক্সের মধ্যে থেকে শটে ইয়েদেরের প্রথম গোল। দ্বিতীয় গোলটা আসে কর্নার থেকে হেডে। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে বিকল্প ফুটবলার হিসেবে নেমে দ্রুততম গোল করলেন তিনি (৮৭ সেকেন্ডে)।

ম্যান ইউনাইটেডের এই হারের পরে কাঠগড়ায় তোলা হচ্ছে দু’জনকে। প্রথম জন অবশ্যই মোরিনহো। দ্বিতীয় জন, ফরাসি মিডফিল্ডার পল পোগবা। মোরিনহোকে হারতে হল এমন একটা দলের কাছে, যারা স্প্যানিশ লিগে পঞ্চম স্থানে রয়েছে, গোল পার্থক্য মাইনাস ছয় এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাত্র দু’টো ম্যাচ জিতেছিল। এই দলের কাছে প্রথম পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করে আসে ম্যান ইউনাইটেড। যেখানে সমালোচনার মুখে পড়েছিল মোরিনহোর অতি রক্ষণাত্মক স্ট্র্যাটেজি।

মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডেও সমালোচনার মুখে পড়েছে তাঁর স্ট্র্যাটেজি। একটা সময় ‘থিয়েটার অব ড্রিমস’-এ হাজির থাকা দর্শকরা চিৎকার করতে থাকেন, ‘‘আক্রমণ, আক্রমণ, আক্রমণ।’’ কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোগবাকেও সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে। কেউ কেউ বলেছেন, ‘অনেক হয়েছে, এ বার বেড়ে ওঠো।’

আরও এক জন ছিলেন গ্যালারিতে। যাঁর কাছে ম্যান ইউনাইটেডের হার যে যথেষ্ট যন্ত্রণাদায়ক, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। তিনি ম্যান ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যর অ্যালেক্স ফার্গুসন। টুইটারে পোস্ট করা কয়েকটি ভিডিওয় দেখা গিয়েছে, ইউনাইটেড গোল খাওয়ার পরে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন ফার্গুসন।

আর এই হারের পরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে যাঁকে, তাঁর কী বক্তব্য? মোরিনহো বলে দিচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগে হারটা তো ম্যাঞ্চেস্টারের কাছে বড় কিছু নয়। এতে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার বলেন, ‘‘এই হার নিয়ে আমাদের নাটক করার সময় নেই। দুঃখ পাওয়ারও সময় নেই। শনিবারই আবার একটা খেলা আছে। এটা ফুটবল। এখানে ম্যাচ হারা মানে পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়।’’

কিন্তু এই হার আপনাদের কাছে একটা বড় ধাক্কা হয়ে থাকল নিশ্চয়ই? মোরিনহোর জবাব, ‘‘আমি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ওল্ড ট্র্যাফোর্ডে এসে এই চেয়ারে দু’বার বসেছি। একবার পোর্তোর হয়ে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তখন ছিটকে গিয়েছিল। আর এক বার রিয়াল মাদ্রিদের হয়ে। তখনও ম্যাঞ্চেস্টার ছিটকে গিয়েছিল। ব্যাপারটা এই ক্লাবের কাছে নতুন কিছু নয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE