সিংহাসনে: ফের দাবা বিশ্বখেতাব জিতে কার্লসেন। ছবি: এএফপি।
২০ দিন, ৭৭৩ চাল এবং ৫১ ঘণ্টার লড়াই শেষ হল। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন আরও এক বার দাবা বিশ্বের সেরার মুকুট ধরে রাখলেন। হারিয়ে দিলেন মার্কিন দাবাড়ু ফাবিয়ানো কারুয়েনাকে।
ক্ল্যাসিকাল দাবার এই লড়াই ১২টি রাউন্ড ড্র হওয়ার পরে গড়ায় র্যাপিড টাইব্রেকে। সেখানে ২৭ বছর বয়সি নরওয়ের তারকা ৩-০ উড়িয়ে দেন কারুয়েনাকে। যাঁকে ববি ফিশারের পরে ফের দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখার আশায় ছিলেন অনেকে। কিন্তু ১২ রাউন্ড ড্র হওয়ায় চাপ বাড়ছিল কার্লসেনের। আট বছর ধরে যাঁকে দাবা বিশ্ব শাসন করতে দেখতেই অভ্যস্ত ভক্তরা। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেক র্যাপিড রাউন্ডে আসতেই চেনা ছন্দে ফেরেন কার্লসেন। ফলে আর্মাগেডনের প্রয়োজন পড়েনি। চ্যাম্পিয়ন কার্লসেন জিতলেন প্রায় চার কোটি চল্লিশ লক্ষ টাকা পুরস্কারমূল্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy