Advertisement
০৫ নভেম্বর ২০২৪

৫২৫ গোল, মুলারের পাশে এখন মেসি

মেসি এবং লুইস সুয়ারেসের গোলে ভিয়ারিয়ালকে ২-০ হারাল বার্সেলোনা। যে জয়ের পরে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। দু’নম্বরে ভ্যালেন্সিয়া। রিয়াল মাদ্রিদ চার নম্বরে।

উল্লাস: লা লিগার লড়াইয়ে ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করে নজির গড়ে সুয়ারেজের সঙ্গে উৎসব মেসির। ছবি: এপি

উল্লাস: লা লিগার লড়াইয়ে ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করে নজির গড়ে সুয়ারেজের সঙ্গে উৎসব মেসির। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৪:২৫
Share: Save:

দিন কয়েক আগে ব্যালন ডি’ওরের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রবিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করে আর এক কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। তিনি— জার্মানির গার্ড মুলার।

মেসি এবং লুইস সুয়ারেসের গোলে ভিয়ারিয়ালকে ২-০ হারাল বার্সেলোনা। যে জয়ের পরে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। দু’নম্বরে ভ্যালেন্সিয়া। রিয়াল মাদ্রিদ চার নম্বরে। কিন্তু বার্সার জয় নয়, সোমবার শিরোনামে চলে এসেছে মেসির রেকর্ড ছোঁয়া পারফরম্যান্স। এক ক্লাবের হয়ে ইউরোপের সেরা পাঁচটি লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড এত দিন ছিল মুলারের দখলে। জার্মান স্ট্রাইকারের গোলসংখ্যা ছিল ৫২৫। যে সংখ্যাটা ছুঁয়ে ফেললেন মেসি। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৬৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে ৫৭২ ম্যাচে গোলগুলো করেছিলেন মুলার। বার্সেলোনার হয়ে ৬০৫ ম্যাচে সেই সংখ্যাটা ছুঁলেন মেসি। প্রায় ৪০ বছর ধরে যে রেকর্ড ধরা ছোঁয়ার বাইরে ছিল। তবে বিশ্বে একটা ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড থেকে এখনও অনেকটাই দূরে আছেন মেসি। কারণ, স্যান্টোসের হয়ে ৬৪৩ গোল করে এক নম্বর জায়গাটা এখনও পর্যন্ত ভালমতোই সুরক্ষিত রেখেছেন ফুটবল সম্রাট পেলে।

প্যারিসে ব্যালন জেতার পরে রোনাল্ডো হুঙ্কার দিয়েছিলেন, তিনিই বিশ্বের সেরা ফুটবলার। রেকর্ড ছোঁয়ার দিনে এ বার সেই হুঙ্কারের পাল্টা জবাব এল মেসির শিবির থেকে। মেসির হয়ে মুখ খুললেন ইভান রাকিতিচ। মেসির বার্সা-সতীর্থ বলে দিলেন, ‘‘রোনাল্ডোর দুর্ভাগ্য যে বিশ্বের সেরা ফুটবলারের সঙ্গে একই সময় ওকে খেলতে হচ্ছে।’’

আরও পড়ুন: নো বলে উইকেট, টুইটারে ট্রোলড বুমরা

এখানেই শেষ নয়। রাকিতিচ আরও বলে দিয়েছেন, ‘‘রোনাল্ডোকে বিন্দুমাত্র অসম্মান না করেই বলছি, মেসির কোনও তুলনা হয় না। বিশ্বে একজনই এক নম্বর আছে। রোনাল্ডোর দুর্ভাগ্য, সর্বকালের সেরার সঙ্গে ওকে তুলনায় বসতে হচ্ছে।’’

আরও একজন বার্সা ফুটবলার যিনি মেসি নির্ভরতার কথা বলেছেন, তিনি জর্ডি আলবা। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে দেখা গিয়েছে মেসির সঙ্গে দারুণ বোঝাপড়া এই বার্সা ডিফেন্ডারের। এই মরসুমে মেসির বেশ কিছু গোল এসেছে আলবার পাস থেকেই। ম্যাচের পরে আলবা বলেছেন, ‘‘আমি যখনই বল পাই, মেসিকে খুঁজি। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই মেসি গোল করে যায়।’’ এর পরে প্রায় রাকিতিচের সুরে সুর মিলিয়ে তিনি বলেছেন, ‘‘ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসি। তা ছাড়া ও বার্সেলোনার সম্পদ। আর সেটা শুধু মাঠের মধ্যেই নয়, আমার কাছে ব্যক্তিগত ভাবেও।’’

অন্য বিষয়গুলি:

Lionel Messi Gerd Muller Goal record Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE