ড্র করে হতাশ রিয়াল মাদ্রিদের রডরিগো। ছবি: রয়টার্স
সোমবার রাতে কোনওরকমে ড্র করল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়াদের বিরুদ্ধে ৮৯ মিনিট পর্যন্ত ১ গোলে পিছিয়ে ছিল জিনেদিন জিদানের দল। শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতা ফেরায় মাদ্রিদ।
প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সোসিয়াদ। গোল করেন পোর্তু। এই ম্যাচে হারলে লা লিগা জেতার আশা ছাড়তে হতো মাদ্রিদকে। ড্র করে সেই লক্ষ্যে এখনও আশার আলো রইল জিদানদের।
লিগ শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৪টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৮। ২৫টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ৫৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ৩ নম্বরে। লিগ জিততে আগামী বেশ কয়েকটি ম্যাচে জিততে হবে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারও ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ২ নম্বরে রয়েছেন লিয়োনেল মেসিরা।
L' @AtletiFR toujours leader avant le derby ! 🔥⚽
— LaLiga (@LaLigaFRA) March 2, 2021
🔜👏#AtletiRealMadrid#LaLigaSantander pic.twitter.com/Yc5J6Rth06
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy