Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Border-Gavaskar Trophy 2024-25

১১ নজির: ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনই ঘটনাবহুল

পার্‌থে প্রথমে ব্যাট করে ভারতীয় দল করেছে ১৫০ রান। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৬৭। দু’দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম দিনই তৈরি হল ১১টি নজির।

picture of Jasprit Bumrah

বল হাতে পার্‌থে জোড়া নজির গড়লেন যশপ্রীত বুমরা। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৮:২১
Share: Save:

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনই একগুচ্ছ নজির তৈরি হল। কোনও নজিরে যেমন ক্রিকেটারেরা উচ্ছ্বসিত হবেন, তেমনই আবার কোনও নজির তাঁদের লজ্জায় ফেলতে পারে। সব মিলিয়ে তৈরি হয়েছে ১১টি নজির। এক নজরে দেখে নেওয়া যাক পার্‌থ টেস্টের প্রথম দিন তৈরি হওয়া নজিরগুলি।

১. অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে ভারতের সর্বনিম্ন

ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫০ রানে। টেস্টে এর থেকে কম রানে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও ভারত প্রথম ইনিংসে অলআউট হয়নি। ২০০০ সালের সফরেও ভারতীয় দল একটি টেস্টে প্রথম ইনিংসে ১৫০ রান করেছিল। শুক্রবার যশপ্রীত বুমরার দল ২৪ বছর আগের সেই লজ্জার নজির স্পর্শ করল।

২. বিদেশের মাটিতে প্রথম দিনে সবচেয়ে কম ওভারের ইনিংস

পার্‌থে ভারতীয় দলের ইনিংস শেষ হয়েছে ৪৯.৪ ওভারে। বিদেশের মাটিতে কোনও টেস্টের প্রথম দিন এত কম ওভারে ভারতের ইনিংস শেষ হয়নি কখনও। তবে ম্যাচের প্রথম দিন এই নিয়ে ন’বার বিদেশের মাটিতে অলআউট হল ভারত।

৩. নীতীশের নজির

টেস্ট অভিষেকেই লড়াকু ইনিংস খেলেছেন নীতীশ কুমার রেড্ডি। আট নম্বরে ব্যাট করতে নেমে চাপের মুখে তিনি খেলেছেন ৪১ রানের ইনিংস। টেস্ট অভিষেকে আট নম্বরে ব্যাট করতে নেমে ভারতের কোনও ক্রিকেটার এর থেকে বেশি রান করতে পারেননি। তবে অমর সিংহ, দাত্তু ফাদকর, সিডি গোপীনাথ, বলবিন্দার সান্ধু এবং স্টুয়ার্ট বিন্নীও তাঁদের অভিষেক টেস্টে আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেছিলেন।

৪. বুমরার নজির

বিশ্বের দ্বিতীয় বোলার হিসাবে একটি কীর্তি গড়লেন বুমরা। শুক্রবার পার্‌থে স্টিভ স্মিথ প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন। টেস্ট ক্রিকেটে বুমরা দ্বিতীয় বোলার হিসাবে স্মিথকে ‘গোল্ডেন ডাক’ আউট করার নজির গড়লেন। ২০১৪ সালে পোর্ট এলিজাবেথে প্রথম বার স্মিথ ‘গোল্ডেন ডাক’ হয়েছিলেন ডেল স্টেনের বলে।

৫. বুমরার কীর্তি

শুক্রবারের ৪ উইকেট ধরে টেস্ট ক্রিকেটে বুমরার উইকেট সংখ্যা হল ১৭৭। উইকেট প্রতি তিনি খরচ করেছেন ২০.১৭ রান। ১৭৭টি বা তার বেশি টেস্ট উইকেট রয়েছে এমন বোলারদের মধ্যে বুমরা উইকেট প্রতি রান খরচ করার নিরিখে রয়েছেন দ্বিতীয় স্থানে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে সিডনি বার্নস উইকেট প্রতি খরচ করেছিলেন ১৬.৪৩ রান।

৬. কোহলির রেকর্ড

শুক্রবার পার্‌থে ১২টি বল খেলেছেন কোহলি। তার মধ্যে একটি বল তিনি খেলেছেন স্টাম্প থেকে ২.৬৮৫ মিটার আগে। টেস্ট ক্রিকেটে এর আগে কোহলি কখনও উইকেট থেকে এতটা এগিয়ে গিয়ে কোনও বল খেলেননি।

৭. কোহলির লজ্জা

বুমরার বলে দ্বিতীয় স্লিপে মার্নাস লাবুশেনের দেওয়া সহজ ক্যাচ ফেলেছেন কোহলি। এর ফলে তিনি ২০১১ সাল থেকে টেস্ট ক্রিকেটে ক্যাচ ধরার ক্ষেত্রে এক লজ্জার নজির গড়লেন। কমপক্ষে ১০০টি ধরার সুযোগ পেয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলি উঠে এলেন দ্বিতীয় স্থানে। ২৯.৬ শতাংশ ক্যাচ ফেলে দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে সর্বোচ্চ জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার ৩১.৭ শতাংশ ক্যাচ ফেলেছেন। অ্যালিস্টার কুক নষ্ট করেছেন ২৭.৯ শতাংশ সুযোগ।

৮. অস্ট্রেলিয়ার লজ্জা

ঘরের মাটিতে লজ্জার নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও। এ দিন ভারতীয় বোলারদের দাপটে ৩৮ রানে ৫ উইকেট হারায় প্যাট কামিন্সের দল। ১৯৮০ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার ঘরের মাঠে কোনও টেস্ট ইনিংসে ৪০ রান হওয়ার আগে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।

৯. লাবুশেনের লজ্জার রেকর্ড

মার্নাস লাবুশেন শুক্রবার ৫২ বল খেলে ২ রান করেছেন। টেস্ট ক্রিকেটে অন্তত ৫০টি বল খেলা কোনও ইনিংসে এত কম রান আগে করেননি অস্ট্রেলীয় ব্যাটার। ২০২৩ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বল খেলে ৫ রান করেছিলেন তিনি। সেটাই ছিল এত দিন সবচেয়ে কম।

১০. এক দিনে ১৭ উইকেট

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিন ভারতের ১০টি এবং অস্ট্রেলিয়ার ৭টি উইকেট পড়েছে। অর্থাৎ, মোট ১৭টি উইকেট পড়েছে এক দিন। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কোনও টেস্ট ম্যাচে এক দিনে এতগুলি উইকেট পড়েনি।

১১. নজির ক্রিকেটপ্রেমীদেরও

শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া লাল বলের লড়াই দেখতে অপটাস স্টেডিয়ামে এসেছিলেন ৩১,৩০২ জন ক্রিকেটপ্রেমী। আগে কখনও পার্‌থে আয়োজিত কোনও টেস্টের প্রথম দিনের খেলা দেখতে এত মানুষ মাঠে আসেননি।

অন্য বিষয়গুলি:

Border-Gavaskar Trophy 2024-25 test cricket India vs Australia Records Jasprit Bumrah Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy