ছবি- এএফপি
ভারতের স্কোর- ৩৫৬/৩ (৯০ ওভার)
বিরাট কোহালি- ১১১ অপরাজিত
আজিঙ্ক রাহানে- ৪৫ অপরাজিত
শুরুটা খারাপ হলেও প্রথম দিনের শেষটা ততটাই ভাল করল কোহালিরা। শেষ দশ ওভারে বাংলাদেশি বোলারদের যথেচ্ছ পিটিয়ে ৭১ রান ছিনিয়ে নেন বিরাট কোহালি এবং আজিঙ্ক রাহানে। সকালে অবশ্য মুখ থুবড়ে পড়লেও পরে চেতেশ্বর পূজারা এবং মুরলি বিজয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। পূজারা রান করেন ৮৩। মুরলি বিজয় ১০৮ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন। শেষে অধিনায়কের ব্যাটিং দাপটে সাকিবদের বোলিং ধূলিসাত্ হয়ে যায়। দিনের শেষে ১১১ রানে অপারিজত বিরাট কোহালি। সঙ্গে আজিঙ্ক রাহানে অপারিজত রয়েছেন ৪৫ রানে। প্রথম দিনে ৩৫৬-র ‘বিরাট’ রানের পাহাড়ে রাতের ঘুম উড়তে বসেছে সাকিবদের, এ কথা বলাই যায়।
**********************************************************************
ফের ভারতের আরও একটি শতরান। এবার অধিনায়ক বিরাট কোহালির। চার মেরে ১৬তম শতরানটি করে ফেললেন।
অভিবাদন বিরাট। ছবি- এএফপি
**********************************************************************
ভারতের স্কোর- ২১৯/৩
৩০০ পেরলো ভারত। কোহালি ও সেঞ্চুরির পথে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৮৬ ওভার খেলা হয়ে গিয়েছে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই কি বিরাট পারবে ১৬তম সেঞ্চুরিটা সেরে নিতে? আজিঙ্ক রাহানে ২৯ রানে ব্যাট করছেন।
**********************************************************************
ভারতের স্কোর- ২৭৭/৩
৭৭ ওভার শেষ। বিরাট কোহালি এবং আজিঙ্ক রাহানের মোট পার্টনারশিপ ৪৩। বিরাট ব্যাট করছেন ৬৫ রানে।
**********************************************************************
ভারতের স্কোর- ২৬৬/৩
মুরলি এবং পূজারা পর এবার বড় ইনিংসের পথে অধিনায়ক বিরাট কোহালি। টেস্টে ১৪ তম অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। আজিঙ্ক রাহানে ব্যাট করছেন ১০ রানে।
অর্ধশতরানে বিরাট-ব্যাট। ছবি-এএফপি
**********************************************************************
ভারতের স্কোর- ২৩৬/৩
১০৮ রানে আউট হয়ে গেলেন মুরলি বিজয়। তাইজুল ইসলাম বলে ক্লিন বোল্ড মুরলি। ১২টি চার এবং একটি ছয় ছিল তাঁর ১০৮ রানের অনবদ্য ইনিংসে। আজিঙ্ক রাহানে এসেছেন ব্যাট করতে। বিরাট খেলছেন ৩৫ রানে।
**********************************************************************
ভারতের স্কোর- ২২৩/২
মুরলি বিজয়ের দুর্দান্ত শতরান। বাংলাদেশের বিরুদ্ধে এই শতরান করে কেরিয়ারে নবম শতরান পূর্ণ করলেন চেন্নাইয়ের এই ওপেনার। গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধেই শতরান হাঁকিয়েছিলেন তিনি।
সেঞ্চুরি করার পর। ছবি- এএফপি
**********************************************************************
ভারতের স্কোর- ২০৬/২
চা বিরতি পর্যন্ত ভারতের দুই উইকেট হারিয়ে ২০৬। মুরলি বিজয় ৯৮ রানে ব্যাট করছেন। বিরাট কোহালি ১৭ রানে অপরাজিত।
রাজকীয় ফর্মে বিজয়। ছবি- এএফপি
**********************************************************************
ভারতের স্কোর- ২০১/২
২০০ রানে পৌঁছল ভারত। চেতেশ্বর পূজারা আউটের পর ব্যাট করতে নেমেছেন অধিনায়ক বিরাট কোহালি। তিনি ১৩ রানে ব্যাট করছেন। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে মুরলি বিজয়।
**********************************************************************
৮৩ রানে ক্যাচ আউট হলেন চেতেশ্বর পূজারা। মেহেদি হাসান মিরাজ বলে ক্যাচ দিয়ে বসেন পূজারা।
**********************************************************************
ভারতের স্কোর- ১৬৯/১
মুরলি বিজয় এবং চেতেশ্বর পূজারা দুজনেই সেঞ্চুরির পথে পা রাখতে চলেছেন। এই মুহূর্তে মুরলি বিজয় ৮৫ রানে ব্যাট করছেন। ৭৭ রানে খেলছেন পূজারা। প্রথম দিকে তাসকিন এবং রাব্বি ছাড়া ভারতীয় দুই ব্যাটসম্যানের উপর তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি বাংলাদেশের বাকি বোলাররা।
**********************************************************************
ভারতের স্কোর- ১১৮/১
হাফ সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা। টেস্টে এটি তাঁর ১১ তম হাফ সেঞ্চুরি। এর ফলে মুরলি বিজয় এবং পূজারা পার্টনারশিপ একশোর গণ্ডি পেরলো।
মুরলি-পূজারার ব্যাটিং দাপটে ভারত স্বস্তিতে। ছবি-এএফপি
**********************************************************************
ভারতের স্কোর- ১১১/১
লাঞ্চ শেষ করেই ৩ ওভারের মাথায় ভারত একশোর গণ্ডি পেরিয়ে যায়। এর সঙ্গে মুরলি বিজয় তাঁর ১৪তম অর্ধশতরানও করে ফেললেন। চেতেশ্বর পূজারা ব্যাট করছেন ৪৮ রানে।
*********************************************************************
লাঞ্চে ভারতের স্কোর- ৮৬/১
লাঞ্চে প্রথম দিনে ভারতের স্কোর এক উইকেট খুইয়ে ৮৬। মুরলি বিজয় এবং চেতেশ্বর পূজারার অনবদ্য ব্যাটিং পার্টনারশিপে কোহালি-কোম্পানি প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে। ছয়টি চার মেরে ৪৫ রানে ব্যাট করছেন মুরলি বিজয়। ক্রিজের অন্য প্রান্তে ৩৯ রানে খেলছেন চেতেশ্বর পূজারা। ৮৪ রানের পার্টনারশিপ তৈরি করেছেন তাঁরা।
লাঞ্চে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মুরলি-পূজারা। ছবি- এএফপি
*************************************************************
প্রস্তুতি ম্যাচ ভাল না করলেও টেস্টে কিন্তু দুর্দান্ত শুরু করল বাংলাদেশ। মুস্তাফিজুরের অনুপস্থিতিতে তাসকিনরা ভাল ভাবেই সামলালো টাইগারদের পেস ব্যাটারি। তাসকিনের আগুনে পেসে ইনিংসের প্রথম ওভারেই ছিটকে যায় লোকেশ রাহুলের স্টাম্প। বিজয়-পূজারাকেও যথেষ্ট অস্বস্তিতে রেখেছিলেন তাসকিন-রাব্বি। তবে সকালের প্রথম ঘণ্টায় আর কোনও উইকেট হারায়নি টিম কোহালি। দল পেরিয়েছে ৫০-এর গণ্ডি।
হায়দরাবাদে অবশ্য বৃহস্পতির সকালেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বিরাট কোহালির টিম। প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে যান লোকেশ রাহুল। তখন তাঁর ব্যক্তিগত রান ২। প্রাথমিক ধাক্কা সামলে ক্রিজে আঁকড়ে রয়েছেন মুরলি বিজয় এবং চেতেশ্বর পূজারা। দু’জনের পার্টনারশিপ পেড়িয়েছে হাফ সেঞ্চুরির গণ্ডি।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহালি। হায়দরাবাদে রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহালির টিম। করুণ নায়ার ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি করলেও এই টেস্টে জায়গা পাননি। নায়ারের বদলে টিমে এসেছেন আজিঙ্ক রাহানে। মুশফিকুর রহিমদের বিরুদ্ধে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছেন কোহালি এ্যান্ড কোম্পানি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy