কেএল রাহুল। ছবি: সংগৃহীত।
ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কখনও সেই রেকর্ড হয় গর্বের। আবার কখনও এমন কিছু রেকর্ড তৈরি হয়, যেটা কখনই কাঙ্ক্ষিত নয়। সোমবার তেমনই একটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার কেএল রাহুল।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে হিট উইকেট হলেন কেএল রাহুল। ঋষভ পন্থের পরিবর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েছিলেন রাহুল। ভারতীয় ইনিংসের দশম ওভারের ঘটনা। বল করছিলেন জীবন মেন্ডিস। মেন্ডিসের বল ক্রিজের বেশি ভিতরে ঢুকে রাহুল খেলতে গেলে তাঁর পিছনের পায়ের গোড়ালির অংশটি সোজা গিয়ে লাগে উইকেটে। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন রাহুল।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেও টি২০ ক্রিকেটের ইতিহাসে কেএল রাহুল দশম ব্যাটসম্যান যিনি হিট উইকেট হলেন।
আরও পড়ুন: শার্দূলের চার উইকেট ও মণীশদের ব্যাটে জয়
আরও পড়ুন: ইতিমধ্যেই দু’ম্যাচ নির্বাসিত কাগিসো রাবাডা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy