উচ্ছ্বাস: ইডেনে প্রথম ম্যাচে জয় দেখেছেন। ফিরে যাওয়ার সময়েও বিমানবন্দরে ভক্তের ভিড় তাঁকে ঘিরে। পুত্র আব্রামকে কোলে নিয়ে এগিয়ে চললেন শাহরুখ খান। ছবি: সুদীপ্ত ভৌমিক
প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানোর পরে সমর্থকদের জন্য একটা বার্তা দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক। শাহরুখ খান বলছেন, ‘‘কলকাতা এবং বাংলার মানুষ, আমাদের কাজ হল দীনেশ কার্তিককে এই নতুন পরিবেশে খুশি রাখা। যে দায়িত্ব দীনেশকে দেওয়া হয়েছে, তা পালন করতে ও তৈরি। আশা করছি, ও সফলও হবে। প্রথমে দীনেশের পাশে দাঁড়াতে হবে আমাদের।’’
গৌতম গম্ভীরের বদলে একাদশ আইপিএলে কেকেআরের অধিনায়ক বাছা হয়েছে কার্তিককে। গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এ বার কার্তিক দায়িত্ব নেওয়ার পরে প্রথম ম্যাচে জয় এসেছে শক্তিশালী আরসিবি-র বিরুদ্ধে। দলের নতুন অধিনায়ককে নিয়ে শাহরুখ বলছেন, ‘‘কার্তিক এবং গৌতম (গম্ভীর) দু’জনেই খুব ধীর, স্থির, গোছানো ছেলে। গৌতম দলের জন্য যা করেছে, তা অতুলনীয়। ওকে কী ভাবে ধন্যবাদ দেব, জানি না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছিলাম। এ বার আমরা একটু অন্য ভাবে দল গঠনের কথা ভেবেছি।’’
শাহরুখ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, আইপিএলের একাদশ মরসুমে এসে তাঁরা ঠিক করে নিয়েছিলেন, নতুন ভাবে সব কিছু করবেন। ‘‘অধিনায়কের দায়িত্ব পেয়ে দীনেশ খুব খুশি হয়েছিল। আমরা ভেবেছিলাম, এ বার সব কিছু নতুন করে শুরু করতে হবে। এই জিনিসটা আমরা আগেও করেছি। দলের সব কিছু বদলে ফেলে নতুন করে শুরু করা,’’ বলেছেন কিং খান।
এ বারে নিলাম থেকে তিন জন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার এবং বেশ কয়েকটি নতুন মুখ নিয়েছিল কেকেআর। যে তালিকায় আছেন যুব বিশ্বকাপজয়ী শুভমান গিল, শিবম মাভি, কমলেশ নগরকোটি। আছেন নীতীশ রানা, রিঙ্কু সিংহরা। যা নিয়ে শাহরুখ বলছেন, ‘‘আমাদের সব সময় চেষ্টা থাকে দলে তরুণ ক্রিকেটার আনা আর তাদের দক্ষতাকে ঘষেমেজে আরও উন্নত করা। অতীতে আমরা বারবার এই কাজটা করেছি। জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন— এরা সবাই আমাদের দলে খেলেছে এবং এখন ওরা ভাল জায়গায় পৌঁছেছে। আমরা সেই অনুযায়ী এ বারও দলে নতুন মুখ নিয়েছি। আশা করছি, এরা সবাই সফল হবে এবং কলকাতাকে গর্বিত করবে।’’
এই টিমের আরও একটা ব্যাপার গর্বিত করছে শাহরুখকে। যেটা হল দলের গড় বয়স। কেকেআর মালিক বলছেন, ‘‘আমরা টিমে বদল করার নীতি নিয়ে এগোতে চেয়েছি। যে জন্য প্রায় পুরো দলটাই বদলে দেওয়া হয়েছে। আইপিএলে আমাদের দলের গড় বয়স বোধ হয় সব চেয়ে কম। এতে সবাই খুশি। তরুণদের সামনে সুযোগ থাকছে নিজেদের তুলে ধরার।’’ শাহরুখ বলছেন, ‘‘আমার লক্ষ্যই থাকে, কলকাতা এবং দলকে গর্বিত করা। আশা করব, দলের প্রতিটা ছেলে ভাল খেলবে, সুস্থ থাকবে এবং খুশি থাকবে। আমার মনে হয়, কলকাতাও তা-ই চাইবে।’’
তাঁর পরের সিনেমার জন্য বিদেশে শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও কলকাতার প্রথম ম্যাচ দেখতে ইডেনে হাজির ছিলেন শাহরুখ। প্রশ্ন উঠছে, শুটিংয়ের মাঝে সময় বার করে কেকেআরের পরের ম্যাচগুলোয় কি আপনি থাকতে পারবেন? কলকাতা ছাড়ার আগে শাহরুখ বলে যান, ‘‘আমি এখন বাইরে যাচ্ছি না। দলকে সমর্থন করতে অবশ্যই আসব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy