Advertisement
০২ নভেম্বর ২০২৪

টি২০ সিরিজের জন্য সেজে উঠছে খুলনা

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচের সিরিজ খেলতে খুলনায় পৌঁছে গেল জিম্বাবোয়ে। টি২০ সিরিজ ঘিরে খুলনায় এখন উৎসবের পরিবেশ। অনেক আগেই খুলনায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ জাতীয় দল। নিজের দেশের তারকা ক্রিকেটারদের হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত খুলনাবাসী।

খুলনায় অনুশীলনে সাকিবরা।

খুলনায় অনুশীলনে সাকিবরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ১২:৩০
Share: Save:

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচের সিরিজ খেলতে খুলনায় পৌঁছে গেল জিম্বাবোয়ে। টি২০ সিরিজ ঘিরে খুলনায় এখন উৎসবের পরিবেশ। অনেক আগেই খুলনায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ জাতীয় দল। নিজের দেশের তারকা ক্রিকেটারদের হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত খুলনাবাসী। প্রতিদিনই দলে দলে দলের অনুশীলন দেখতে পৌঁছে যাচ্ছেন শেখ আবুনাসের স্টেডিয়ামে। শুরু হয়ে গিয়েছে টুর্নামেন্ট ঘিরে শহরকে সাজিয়ে তোলার কাজও। শহরের রাস্তা সেজে উঠছে আলোয়। সিরিজকে মাথায় রেখে তৈরি হচ্ছে বিরাট গেট। খুব অল্প সময়ের মধ্যে খুলনায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলছে গুছিয়ে নেওয়ার কাজ। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার। শুরু হয়ে গিয়েছে টিকিটের চাহিদাও। তার মধ্যেই সাকিবময় বাংলাদেশ টিম। তাঁকে ঘিরেই যেন সব উচ্ছ্বাস। তিনিই বাংলাদেশ ক্রিকেটের মুখ। সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন। মানসিকভাবেও খুব ভাল জায়গায় রয়েছেন। আপাতত পুরো মনটাই দিতে চাইছেন অনুশীলনে। ঘরের মাঠে জিম্বাবোয়েকে হারিয়ে টি২০ বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন সাকিবরা।

আরও খবর : এশিয়া কাপের আগে শের-ই বাংলা স্টেডিয়াম পাচ্ছেন না সাকিবরা

সাকিবের পাশাপাশি খুলনার ঘরের ছেলেকে নিয়েও উচ্ছ্বাস তুঙ্গে। দলের নতুন সদস্য নুরুল হাসান তাকিয়ে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার দিকে। ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখতে চাইছেন স্থানীয়রাও। তিনি জানিয়ে দিয়েছেন, দেশের জার্সিতে প্রথম একাদশে স্থান পেলে যে কোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। পাচ্ছে সিনিয়র সাকিবের টিপসও। এবার শুধু মাঠে নেমে পুরো দলের প্রমাণ করার পালা।

অন্য বিষয়গুলি:

sakib bangladesh cricket t20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE