স্টিভন কনস্ট্যান্টাইনের জাতীয় দলে জায়গা পেলেন না ইস্টবেঙ্গল অধিনায়ক হরমনজ্যোৎ সিংহ খাবরা। বাদ পড়লেন মোহনবাগানের আই লিগ জয়ী দলের অন্যতম সাইড ব্যাক প্রীতম কোটালও।
দু’জনকেই অবশ্য রাখা হয়েছিল ৩৮ জনের সম্ভাব্য তালিকায়। কিন্তু শুক্রবার সেখান থেকে ২৬ জনের যে দল বাছা হয়েছে, তাতে বাংলা থেকে আছেন মোট সাত জন ফুটবলার। ধনচন্দ্র সিংহ, শেহনাজ সিংহ ও জেজে (মোহনবাগান)। অর্ণব মণ্ডল, গুরবিন্দর সিংহ, কেভিন লোবো, ও মহম্মদ রফিক (ইস্টবেঙ্গল)। টিম ঘোষণার পরে প্রীতম অবশ্য বললেন, ‘‘আরও পরিশ্রম করতে হবে আমাকে। ভারতের জার্সি পাওয়া তো আর মুখের কথা নয়!’’ ইংল্যান্ডে থাকায় লাল-হলুদ অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এ দিন সকালে আবার ভিসার জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছিলেন সুনীল ছেত্রীরা। সেখানে মাত্র আধ ঘণ্টার মধ্যে কাজ মিটিয়ে রাতে বেঙ্গালুরু উড়ে গেল গোটা ভারতীয় দল। শনিবার থেকে শুরু ওমান ম্যাচের প্রস্তুতি। ১১ জুন ম্যাচের আগে অবশ্য ২০ জনের চূড়ান্ত দল বেছে নেবেন কনস্ট্যান্টাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy