কেরিয়ারে প্রথমবারের জন্য আইসিসি-এর মেগা ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আগে ইংল্যান্ডে সফল হওয়ার আসল তত্ত্ব বুঝে গিয়েছেন কেদার যাদব।
ইতিমধ্যেই প্রথম অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচেও দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেন কেদার যাদব। অবশ্য বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি এই ব্যাটসম্যানের। তবে, সেই দিনের ম্যাচ থেকেই আসল তত্ত্ব শিখে গিয়েছেন কেদার। সেই অভিজ্ঞতা থেকে সোমবার কেদার বলেন, “ব্যাট না করলেও ডাগ আউটে বসে দেখছিলাম প্রতিটি রানের জন্য লড়াই করছিল ব্যাটসম্যানরা। কিন্তু বহু চেষ্টা করলেও খামখেয়ালি আবহাওয়ায় কারণে উইকেটে সেট হতে পারছিল না।” এ দিন ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংয়ের সঠিক উপায় বলতে গিয়ে রঞ্জি ট্রফির প্রসঙ্গও তুলে আনেন এই মুম্বইকর। তিনি বলেন, “ইংল্যান্ডের মাঠে আক্রমণাত্মক খেলার থেকে টেকনিক্যালি খেলা বেশি জরুরি। রঞ্জি বা টেস্টের ধরনে ব্যাট করলে সেটা বেশি লাভ দায়ক হবে।”
আরও পড়ুন: আতঙ্কের নয়, ইংল্যান্ডে মন্ত্র এখন বীরত্বের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বারের জন্য অংশগ্রহন করার বিষয়ও এ দিন বেশ উৎসাহী দেখায় যাদবকে। তিনি বলেন, “এটা আমার প্রথম আইসিসি ইভেন্ট। এবং এতে ভাল ফল করার বিষয় আমি আশাবাদী। দলের হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।”
উল্লেখ্য প্রথম আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করার আগে কেদারের এই মানসিকতায় খুশি ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy