কেদার যাদব পুরোদস্তুর ফিট। ছবি: কেদার যাদবের ফেসবুক পেজ থেকে।
কেদার যাদব স্বস্তি দিলেন বিরাট কোহালিকে। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান পুরোদস্তুর ফিট, জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ফলে ২২ মে সতীর্থদের সঙ্গেই ইংল্যান্ড যাওয়ার বিমানে উঠছেন এই স্পিনার অলরাউন্ডার।
আইপিএল চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন কেদার। বিশ্বকাপের কথা মাথায় রেখে চেন্নাই সুপার কিংস কেদারকে বিশ্রাম দিয়েছিল। ভারতীয় দলের ফিজিও ফারহার্ট কেদার যাদবকে পরীক্ষা করে দেখেন।
বৃহস্পতিবার কেদারের ফিটনেস পরীক্ষা নেন ফারহার্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যাদবের ফিটনেস টেস্টের রিপোর্ট পাঠিয়ে দেন ফিজিও। কেদারকে পুরদস্তুর ফিট বলে সার্টিফিকেট দেন প্যাট্রিক। আইপিএল চলাকালীন চোট পাওয়ায় কেদার যাদবকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
আরও খবর: ম্লান কপিল-লারার রেকর্ড, মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ
আরও খবর: ইংরেজ ব্যাটসম্যানদের বেদম মারে বোধোদয়, পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন তারকা পেসার
ভারতের দ্বিতীয় ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন না বলে খবর প্রকাশিত হয়েছিল। কেদার যাদব যদি সুস্থ হতে না পারতেন, তা হলে স্ট্যান্ড বাইয়ে থাকা ঋষভ পন্থের জন্য দরজা খুলেও যেতে পারত। কিন্তু কেদার এখন ফিট সার্টিফিকেট পেয়ে যাওয়ায় আপাতত পন্থের ভাগ্য খুলছে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy