Advertisement
০৩ নভেম্বর ২০২৪

চাপের মুখে মরিয়া রিয়াল কোচ

চাপে থাকা রিয়াল মাদ্রিদ কোচ য়ুলেন লোপেতেগি বুঝিয়ে দিলেন, তিনি লড়াই চালিয়ে যাবেন।

দুশ্চিন্তা: শেষ পাঁচ ম্যাচে চারটে হার। কঠিন পরীক্ষায় লোপেতেগি। এএফপি

দুশ্চিন্তা: শেষ পাঁচ ম্যাচে চারটে হার। কঠিন পরীক্ষায় লোপেতেগি। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০৩:৩৩
Share: Save:

চাপে থাকা রিয়াল মাদ্রিদ কোচ য়ুলেন লোপেতেগি বুঝিয়ে দিলেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। আজ, মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগে চেক প্রজাতন্ত্রের দল ভিকটোরিয়া প্লাজেনের বিরুদ্ধে নামছে উদ্বেগের মধ্যে থাকা রিয়াল। উদ্বেগের মধ্যে থাকার কারণ, শেষ পাঁচটি ম্যাচের চারটিতে হেরেছে তারা। জল্পনা তুঙ্গে যে, বিশ্বকাপের সময় নাটকীয় ভাবে কোচ নিয়োগ করা লোপেতেগিকে বরখাস্ত করতে চলেছে ক্লাব।

কিন্তু প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে লোপেতেগি সেই উদ্বেগের চিহ্নমাত্র দেখাননি। ‘‘আমার কাছে পরিস্থিতিটা আগের সব ম্যাচের মতোই। যে ভাবে নিজেদের দায়িত্ব সামলেছি আগে, সে ভাবেই এই ম্যাচেও কাজ করে চলেছি। সেটাই শুধু আমার নিয়ন্ত্রণে আছে,’’ তাঁর ছাঁটাই নিয়ে জল্পনার প্রশ্নের জবাব দিয়েছেন লোপেতেগি।

এখানেই না থেমে তিনি ঘোষণা করে দিয়েছেন, ‘‘যদি আপনারা পরাভূত কোনও কোচকে দেখবেন মনে করে এখানে এসে থাকেন, তা হলে ভুল ভেবেছেন। কাল আমাদের একটি ম্যাচ রয়েছে এবং তাতে আমরা সম্পূর্ণ দায়বদ্ধতা এবং তীব্রতা নিয়ে খেলতে নামব। আমি এখন শুধুই ওই ম্যাচটা নিয়ে ভাবছি, অন্য কিছু

নিয়ে নয়।’’

বিশ্বকাপের সময় স্পেনের কোচ থাকাকালীনই রিয়াল মাদ্রিদ বিতর্কিত ভাবে তাঁর নাম ঘোষণা করেছিল জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে। তার পরেই নাটকীয় ভাবে তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেয় স্পেন ফুটবল ফেডারেশন। সেই সময়ে কে ভাবতে পেরেছিল, রিয়াল এবং লোপেতেগির মধুচন্দ্রিমা কত দিন স্থায়ী হবে, তা নিয়েই তর্ক উঠে পড়বে। যদিও লোপেতেগি নিজে বিশ্বাস করছেন না যে, মঙ্গলবারই তাঁর শেষ ম্যাচ। ‘‘সব জায়গায় যেমন পড়ছি, তাতে মনে হচ্ছে আমাকে নিয়ে সিদ্ধান্ত হয়েই গিয়েছে। তবে আমি বলে দিতে পারি, আমি শুধুই কোচের ভূমিকা নিয়ে ভাবছি। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা বিশ্লেশণ করেছি, ম্যাচটার জন্য আমার দলকে তৈরি করার চেষ্টা করে গিয়েছি।’’ তাতেও প্রশ্নবাণ থামেনি। এক সাংবাদিক আবার তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলেন। লোপেতেগির জবাব, ‘‘এই মুহূর্তটার কথা বলতে পারি, আমি এখনও কোচ হিসেবে বসে আছি। কালকের ম্যাচে আমি কোচ, এটুকুই বলতে পারি। বাকি কিছু নিয়ে বলতে পারব না।’’ গত শনিবারের হারের পরে লা লিগায় সপ্তম স্থানে নেমে গিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই আগামী রবিবার বার্সেলোনার ঘরের মাঠে এল ক্লাসিকোর অগ্নিপরীক্ষা আসছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে জিনেদিন জিদান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ছেড়ে চলে যাওয়া। তারকাহীন, জৌলুসহীন, ফর্মহীন ক্লাবকে দেখে একেবারেই প্রসন্ন নন ভক্তরা। এবং, তাঁদের ক্ষোভের কেন্দ্রে কিন্তু লোপেতেগি নেই। আছেন অন্য এক জন। গত শনিবার লেভান্তের কাছে হারের পরে বের্নাবাউতে বিদ্রুপাত্মক ধ্বনি শোনা গিয়েছে। তার পরের দিন একটি অনলাইন পোলে জিজ্ঞেস করা হয়, রিয়ালের এই অবস্থার জন্য কে দায়ী— কোচ বা ক্লাব প্রেসিডেন্ট? প্রায় আশি হাজার মানুষ সেই পোলিংয়ে অংশ নিয়েছিলেন। তার মধ্যে সতেরো হাজার উপস্থিত ছিলেন বের্নাবাউতে শনিবার দল হারার সময়। ৮৬ শতাংশ মানুষ রায় উত্তর দেন, এই অবস্থার জন্য দায়ী ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

কঠিনতম এই সময়েই অবশ্য লোপেতেগির পাশে দাঁড়িয়েছেন রিয়ালের নবীন তারকা ইস্কো। তিনি বলে দিয়েছেন, কোচের পদে নিযুক্ত হওয়ার দু’মাসের মধ্যে কোচকে বরখাস্ত করা হলে সেটা স্রেফ খ্যাপামি হবে। প্রশ্ন ওঠে, রোনাল্ডোর অভাব কি ভোগাচ্ছে রিয়ালকে? ইস্কো প্রত্যয়ী থেকে বলে দেন, ‘‘এমন কাউকে কেন মিস করব আমরা যিনি এখানে খেলতেই চাইছেন না! যিনি থাকতে চান না, তাঁর জন্য কেঁদেকেটে কী লাভ!’’ রিয়ালের সমালোচনায় মুখর সংবাদমাধ্যমকেও এক হাত নিয়েছেন তিনি। বলেছেন, ‘‘মিডিয়া ঠিক করে দিতে পারে না, মাদ্রিদে কে কোচ থাকবেন বা থাকবেন না। আমরা আত্মবিশ্বাসী, গোটা দল আত্মবিশ্বাসী। আমরা জানি, কত ভাল খেলতে পারি। এবং, কোচের সম্পূর্ণ আস্থা রয়েছে ফুটবলারদের যোগ্যতার উপরে।’’ ইস্কো যোগ করছেন, ‘‘মাত্র দু’মাস হয়েছে কোচ দায়িত্ব নিয়েছেন। এর মধ্যেই কী করে ওঁকে সরানোর দাবি উঠতে পারে? যদি কোচকে সরাতে হয়, তা হলে আমাদের সকলকে সরিয়ে দেওয়া উচিত।’’ এর পর জোর দিয়ে বলে ওঠেন, ‘‘দোষটা আমাদের, ফুটবলারদের। আমরা ভাল খেলতে পারছি না। গোল করতে পারছি না। সেই কারণে টিম হারছে। কোচকে কাঠগড়ায় তোলা অন্যায়।’’

প্রবল চাপের মধ্যে থাকা রিয়ালকে কিছুটা স্বস্তি দিতে পারে রোমার বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-০ জয়ের সুখস্মৃতি। ইস্কোও নিশ্চয়ই মনে রাখতে চাইবেন, সেই ম্যাচে তিনি গোল করেছিলেন। কিন্তু জিদান-রোনাল্ডোর ছেড়ে যাওয়া রিয়ালে এখন যে ফুলের চেয়ে কাঁটাই বেশি, ইস্কোদের কোচ লোপেতেগির চেয়ে ভাল সেটা কেউ জানেন না!

অন্য বিষয়গুলি:

Football Julen Lopetegui Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE