Jhulan Goswami creates new record in the history of International Women Cricket dgtl
Jhulan Goswami
ঝুলনের রেকর্ডের ঝুলি, দেখে নিন এক নজরে
মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করলেন ঝুলন গোস্বামী। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট সংগ্রহ করলেন এই ভারতীয় পেসার। এক ঝলকে দেখে নেওয়া যাক ঝুলন সম্পর্কিত কিছু তথ্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
২০০২ সালে ভারতীয় দলে অভিষেক হয় ঝুলনের। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় মহিলা দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান তিনি।
০২০৫
২০০৭ সালে আইসিসি মহিলা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন এই বঙ্গ তনয়া। ২০১০ সালে পেয়েছেন অর্জুন পুরস্কার। ২০১২ সালে পদ্মশ্রী দিয়ে ঝুলনকে সম্মান জানায় ভারত সরকার।
০৩০৫
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ২০০ উইকেট নিয়ে আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০১৮-এ ইতিহাস তৈরি করলেন ঝুলন। মহিলা ক্রিকেটে ঝুলনই প্রথম যিনি ২০০ উইকেটের মালিক হলেন।
০৪০৫
ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ৪০টি উইকেট আছে ঝুলনের। টি২০ ক্রিকেটে উইকেটের সংখ্যা ৫০। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট ঝুলনেরই।
০৫০৫
বিশ্ব মহিলা ক্রিকেটের দ্রুততম বোলারও ঝুলন। ঘণ্টায় গড়ে ১২০ কিলোমিটার বেগে বল করেন তিনি।