একরাশ হতাশা। এ ভাবে দেশকে ক্রিকেট মাঠে ধরাশায়ী হতে দেখাটা মানতে পারছেন না কিছুতেই। সেই কষ্ট আরও কয়েকশো গুণ বেড়ে যায় যখন প্রতিপক্ষ হয় ভারত। রবিবার এজবাস্টনের দিনটা পাকিস্তানের জন্য ছিল এমনই হতাশার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের প্রতিটি টুইটেই উঠে আসছিল সেই যন্ত্রণার কথা। ম্যাচ শেষেই ইমরান টুইট করেন, ‘‘এক জন ক্রীড়াবিদ হিসেবে আমিও জানি হার-জিত খেলার অংশ। কিন্তু এটা দেখাটা খুব কষ্টের যে ভারতের বিরুদ্ধে লড়াই না করে এ ভাবে আত্মসমর্পণ করবে পাকিস্তান।’’
আরও খবর: ভারতই চ্যাম্পিয়ন হবে, আজ্জুর তাস হার্দিক
অনেক দিন পরে আবার ভারত-পাকিস্তান ক্রিকেট মাঠে। অনেক দিন পর মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দেশ। যখন সীমান্তে যুদ্ধের আবহ। যখন প্রতি দিনই সরগরম হচ্ছে দুই দেশের রাজনৈতিক মহল, তখন ইংল্যান্ডের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিশ্বমানের ক্রিকেটের আসরে লড়াইয়ে নামছে দুই দেশ। উত্তেজনা তো ছিলই। সঙ্গে ছিল একরাশ প্রত্যাশা। সে সুনীল গাওস্কর হোন বা ইমরান খান। তবে এটাও ঠিক কেউ উচ্ছ্বসিত হবেন, কেউ হতাশ। ইমরান আঙুল তুলেছেন দেশের ক্রিকেট প্রশাসকদের দিকে। পাকিস্তান ক্রিকেটের আমূল পরিবর্তন চাইছেন তিনি। যে কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে এতটা পার্থক্য বলে মনে করছেন এই তারকা ক্রিকেটার। বলেন, ‘‘এ রকম চলতে থাকলে আজকের মতো হতাশা আসতেই থাকবে। পাকিস্তান ক্রিকেটকে সঠিক পথে চালিত করতে হলে পিসিবি-র চেয়ারম্যানকে পেশাদার পথেই নির্বাচিত করতে হবে।’’
এটা ঠিক পুরো ম্যাচে কখনওই রুখে দাঁড়াতে দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের। আর সেটাই বিশ্ব ক্রিকেটের ‘অলটাইম’ উত্তেজক ম্যাচের আবহটাই নষ্ট করে দিয়েছিল বলে মনে করছেন আর এক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি বলেন ‘‘পাকিস্তানের খেলার জন্যই ভারতপাক ক্রিকেট ম্যাচের সেই উত্তেজনা হারিয়ে গিয়েছিল। পাকিস্তানের এই খেলা সমর্থকদের হতাশ করেছে। ভারত আবার প্রমাণ করেছে তাদের কৃতিত্ব।’’ আফ্রিদির মতে ভারত সেরা দল হিসেবেই শুরু করেছিল আর পুরো ম্যাচে সেটা ধরেও রেখেছে। বলেন ‘‘অধিনায়ক সফরাজ আহমেদের গেম প্ল্যান ভারতকে আটকাতে পারেনি। যেখানে ও রকম গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পরে ব্যাট করার মতো সুযোগ পেয়েছে সেটাও গেম প্ল্যানের জন্য ভেস্তে গিয়েছে। সঙ্গে ছিল জঘন্য ফিল্ডিং।’’ & ' প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন মহম্মদ আমির। নতুন বলে তিনি আরও ভাল করবেন সেটাই ভাবা হয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। আফ্রিদির মতে পাকিস্তানের বোলাররা রোহিত শর্মা ও শিখর ধবনকে ক্রিজে জমে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন ‘‘রোহিত শিখরের মতো প্লেয়ারদের ক্রিজে জমে যেতে দেওয়াটাই ভুল। যেটা পাকিস্তানি বোলাররা করেছেন।’’ &
প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন মহম্মদ আমির। নতুন বলে তিনি আরও ভাল করবেন সেটাই ভাবা হয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। আফ্রিদির মতে পাকিস্তানের বোলাররা রোহিত শর্মা ও শিখর ধবনকে ক্রিজে জমে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন ‘‘রোহিত শিখরের মতো প্লেয়ারদের ক্রিজে জমে যেতে দেওয়াটাই ভুল। যেটা পাকিস্তানি বোলাররা করেছেন।’’
As a sportsman I know winning & losing are part of the game but it's painful to watch Pak being thrashed by India without putting up a fight
— Imran Khan (@ImranKhanPTI) June 4, 2017
এটা ঠিক পুরো ম্যাচে কখনওই রুখে দাঁড়াতে দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের। আর সেটাই বিশ্ব ক্রিকেটের ‘অলটাইম’ উত্তেজক ম্যাচের আবহটাই নষ্ট করে দিয়েছিল বলে মনে করছেন আর এক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি বলেন ‘‘পাকিস্তানের খেলার জন্যই ভারতপাক ক্রিকেট ম্যাচের সেই উত্তেজনা হারিয়ে গিয়েছিল। পাকিস্তানের এই খেলা সমর্থকদের হতাশ করেছে। ভারত আবার প্রমাণ করেছে তাদের কৃতিত্ব।’’ আফ্রিদির মতে ভারত সেরা দল হিসেবেই শুরু করেছিল আর পুরো ম্যাচে সেটা ধরেও রেখেছে। বলেন ‘‘অধিনায়ক সফরাজ আহমেদের গেম প্ল্যান ভারতকে আটকাতে পারেনি। যেখানে ও রকম গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পরে ব্যাট করার মতো সুযোগ পেয়েছে সেটাও গেম প্ল্যানের জন্য ভেস্তে গিয়েছে। সঙ্গে ছিল জঘন্য ফিল্ডিং।’’ & ' প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন মহম্মদ আমির। নতুন বলে তিনি আরও ভাল করবেন সেটাই ভাবা হয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। আফ্রিদির মতে পাকিস্তানের বোলাররা রোহিত শর্মা ও শিখর ধবনকে ক্রিজে জমে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন ‘‘রোহিত শিখরের মতো প্লেয়ারদের ক্রিজে জমে যেতে দেওয়াটাই ভুল। যেটা পাকিস্তানি বোলাররা করেছেন।’’
এটা ঠিক পুরো ম্যাচে কখনওই রুখে দাঁড়াতে দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের। আর সেটাই বিশ্ব ক্রিকেটের ‘অলটাইম’ উত্তেজক ম্যাচের আবহটাই নষ্ট করে দিয়েছিল বলে মনে করছেন আর এক প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি বলেন ‘‘পাকিস্তানের খেলার জন্যই ভারতপাক ক্রিকেট ম্যাচের সেই উত্তেজনা হারিয়ে গিয়েছিল। পাকিস্তানের এই খেলা সমর্থকদের হতাশ করেছে। ভারত আবার প্রমাণ করেছে তাদের কৃতিত্ব।’’ আফ্রিদির মতে ভারত সেরা দল হিসেবেই শুরু করেছিল আর পুরো ম্যাচে সেটা ধরেও রেখেছে। বলেন ‘‘অধিনায়ক সফরাজ আহমেদের গেম প্ল্যান ভারতকে আটকাতে পারেনি। যেখানে ও রকম গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পরে ব্যাট করার মতো সুযোগ পেয়েছে সেটাও গেম প্ল্যানের জন্য ভেস্তে গিয়েছে। সঙ্গে ছিল জঘন্য ফিল্ডিং।’’ & ' প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন মহম্মদ আমির। নতুন বলে তিনি আরও ভাল করবেন সেটাই ভাবা হয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। আফ্রিদির মতে পাকিস্তানের বোলাররা রোহিত শর্মা ও শিখর ধবনকে ক্রিজে জমে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন ‘‘রোহিত শিখরের মতো প্লেয়ারদের ক্রিজে জমে যেতে দেওয়াটাই ভুল। যেটা পাকিস্তানি বোলাররা করেছেন।’’ &
প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন মহম্মদ আমির। নতুন বলে তিনি আরও ভাল করবেন সেটাই ভাবা হয়েছিল। কিন্তু তেমনটা হয়নি। আফ্রিদির মতে পাকিস্তানের বোলাররা রোহিত শর্মা ও শিখর ধবনকে ক্রিজে জমে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বলেন ‘‘রোহিত শিখরের মতো প্লেয়ারদের ক্রিজে জমে যেতে দেওয়াটাই ভুল। যেটা পাকিস্তানি বোলাররা করেছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy