দ্বিতীয় গোলের পর উচ্ছ্বসিত মুম্বই সিটি এফসি-র লে ফন্দ্রে। ছবি টুইটার থেকে নেওয়া।
এটিকে-মোহনবাগানের কাছে মর্যাদার লড়াইয়ে পরাজয়ের পর ফের হারল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার গোয়ার ব্যাম্বোলিমে মুম্বই সিটি এফসি ৩-০ গোলে হারাল লাল-হলুদকে। লে ফন্দ্রে করলেন প্রথম ২ গোল। তৃতীয় গোলটি হারনান সান্তানার। তবে কোনও গোল না করলেও ম্যাচের সেরা হুগো বৌমৌস। মুম্বই সিটির প্রতিটি গোলের ক্ষেত্রেই অবদান ছিল তাঁর।
FULL-TIME | #MCFCSCEB
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2020
3️⃣ points in the bag for @MumbaiCityFC with the biggest win of the season so far!#HeroISL #LetsFootball pic.twitter.com/fR6ilFVyXy
২০ মিনিটে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি। দুর্দান্ত ভাবে উঠে আসা হুগো বৌমৌস গোলের সামনে সাজিয়ে দিয়েছিলেন বল। তা ঠেলতে ভুল করেননি লে ফন্দ্রে। বিরতির পরই পেনাল্টি পায় মুম্বই সিটি। বক্সের মধ্যে হুগো বৌমৌসকে অবৈধ ভাবে বাধা দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন লে ফন্দ্রে।
৫৯ মিনিটে আবার গোল। ৩-০ করল মুম্বই সিটি। হুগো বৌমৌসের থেকে বক্সের মধ্যে বল পেয়ে জোরাল শটে হারনান সান্তানা গোল করলেন। এই গোলের ক্ষেত্রেও এসসি ইস্টবেঙ্গলের রক্ষণের অসহায় দশা ফুটে উঠল।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া, হোয়াইটওয়াশের মুখেও আত্মবিশ্বাসী শ্রেয়াস
আরও পড়ুন: ক্যানবেরায় কাল সম্মান ফেরানোর লড়াই কোহালিদের
ম্যাচের ৫ মিনিটে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানিয়েল ফক্স। কিন্তু, তাঁর অভাব ঢাকা দেওয়ার মতো কোনও প্ল্যান বি দেখা যায়নি লাল-হলুদের খেলায়। ফলে, রক্ষণকে বার বার দেখিয়েছে অসহায়। খেলা যে ভাবে চলেছে, তাতে আরও বেশি গোলেও জিততে পারল মুম্বই সিটি।
HALF-TIME | #MCFCSCEB @A1F1E9's 2nd of the campaign sees @MumbaiCityFC head into the break with their noses in front!#HeroISL #LetsFootball pic.twitter.com/8z0VvLcmBa
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2020
Celebrating his 600th career appearance with a ⚽ 🥅 @A1F1E9 👏🔵
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2020
Watch #MCFCSCEB live on @DisneyplusHSVIP - https://t.co/WBTyhEmKTZ and @OfficialJioTV.
For live updates 👉 https://t.co/yDrKXlFLoY#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/hLnwyA9daV pic.twitter.com/AcNKaMACKD
এই হারে প্রশ্নের মুখে পড়ছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। তাঁর দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন। এটা ঘটনা যে অনুশীলনের সময় তিনি কমই পেয়েছেন। কিন্তু, তার মধ্যেও ভারতীয় ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে তিনি মুন্সিয়ানা দেখাতে পারেননি। তাঁর ফুটবলার বদল নিয়ে চলছে চর্চা। রক্ষণের ফাঁক-ফোকর ঢেকে ফেলতেও তিনি ব্যর্থ গোটা ম্যাচে।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্টে শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। অন্য দিকে, টানা ২ ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে এসসি ইস্টবেঙ্গল। এখনও গোলের মুখও খুলতে পারেনি তারা। জয়ের মুখও দেখেনি।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্টে শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। অন্য দিকে, টানা ২ ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে এসসি ইস্টবেঙ্গল। এখনও গোলের মুখও খুলতে পারেনি তারা। জয়ের মুখও দেখেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy