দুরন্ত: জামশেদপুরের বিরুদ্ধে গোল সুনীলের। তবুও জয় অধরা। আইএসএল
বেঙ্গালুরু ২ জামশেদপুর ২
কান্তিরাভা স্টেডিয়ামে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত মরসুমে হারের বদলা নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল সুনীল ছেত্রীদের। রুদ্ধশ্বাস ম্যাচে দু’বার পিছিয়ে গিয়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটাল জামশেদপুর।
ঘরের মাঠে প্রথমার্ধের সংযুক্ত সময়ে দূর পাল্লার শটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন নিশু কুমার। ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে শুরু করে জামশেদপুর। ৭১ মিনিটে জেরি মহিমথাঙ্গার পরিবর্তে গৌরব মুখিকে নামান জামশেদপুরের স্প্যানিশ কোচ সেসার ফের্নান্দো। দশ মিনিটের মধ্যেই গোল করে সমতা ফেরান প্রতিশ্রুতিমান এই ভারতীয় স্ট্রাইকার। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে হরমনজ্যোৎ সিংহ খাবরার পাস থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সুনীল। জয়ের আনন্দে গ্যালারিতে উৎসবও শুরু করে দিয়েছিলেন বেঙ্গালুরুর সমর্থকেরা। কেউ ভাবতেও পারেননি যে নাটকীয় ভাবে ম্যাচের রং বদলে দেবেন জামশেদপুরের স্প্যানিশ মিডফিল্ডার সের্খিয়ো ফার্নান্দেস। রেফারি চার মিনিট সংযুক্ত সময় দিয়েছিলেন। ৯৪ মিনিটে মারিয়ো আর্কোসের পাস থেকে গোল করে সমতা ফেরান সের্খিয়ো! আইএসএলে টিম ক্যাহিলের অভিষেকের রাতে জামশেদপুরের নায়ক আতলেতিকো দে মাদ্রিদের অ্যাকাডেমি থেকে উঠে আসা সের্খিয়ো।
আইএসএলে গত মরসুমে গ্রুপ পর্বে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি ও জামশেদপুর এফসি-র বিরুদ্ধেই শুধু হেরেছিল বেঙ্গালুরু। এ বার প্রথম ম্যাচেই চেন্নাইকে হারিয়ে তার বদলা নিয়েছেন খাবরা-রা। চব্বিশ ঘণ্টা আগে বেঙ্গালুরুর স্প্যানিশ কোচ কার্লোস কুদ্রাস জানিয়েছিলেন, জামশেদপুরের বিরুদ্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি চান। কিন্তু শেষ রক্ষা হল না। সের্খিয়োর শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়লেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy