রাজস্থানের কাছে হেরে আইপিএলের লড়াইয়ে পিছিয়ে পড়লেন নীতীশরা। ছবি: আইপিএল।
রাজস্থান রয়্যালসের কাছে নয়। হারতে হল যশস্বী জয়সওয়ালের কাছেই। বৃহস্পতিবার ম্যাচের পর মেনে নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। যদিও হারের অন্যতম প্রধান কারণ হিসাবে দলের ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করেছেন নীতীশ।
খেলার পরই যশস্বীর দাপুটে ইনিংস নিয়ে প্রশ্ন করা হয় নীতীশকে। তিনি বলেন, ‘‘দারুণ ব্যাট করেছে যশস্বী। প্রশংসা তো করতেই হবে। করা উচিতও। একেক দিন আসে যে দিন আপনি যা করতে চাইবেন, সব কিছুই ঠিকঠাক হবে। বৃহস্পতিবার যশস্বীর তেমনই একটা দিন ছিল। তবু বলব অসাধারণ ইনিংস।’’
নীতীশ মেনে নিয়েছেন প্রত্যাশা মতো ব্যাট করতে পারেননি তাঁরা। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘এই উইকেটে ১৮০ রান তোলা উচিত ছিল আমাদের। ভাল ব্যাট করতে পারিনি আমরা। প্রচুর ভুল করেছি আমরা। ২ পয়েন্ট হারানোর সেটাও একটা বড় কারণ।’’
রাজস্থানের বিরুদ্ধে বোলিং আক্রমণে চমক দিয়েছিলেন কলকাতার অধিনায়ক। নিজেই প্রথম ওভার করতে যান। যদিও সেই ওভারে যশস্বী তাঁকে দু’টি ছয় এবং তিনটি চার-সহ মোট ২৬ রান তোলেন। সেই সিদ্ধান্ত কি ভুল ছিল? নীতীশ বলেছেন, ‘‘একটু অন্যরকম করতে চেয়েছিলাম। প্রথম ওভারে পার্ট টাইম বোলার ব্যবহার করে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে চেয়েছিলাম। ছন্দে থাকা যশস্বীকে আউট করাই ছিল লক্ষ্য। তাই নিজেই বল করতে যাই। কিন্তু সেই পরিকল্পনা কাজে আসেনি।’’
বৃহস্পতিবার ঘরের মাঠে ব্যাটিং, বোলিং কোনও বিভাগেই নজর কাড়তে পারলেন না কলকাতার ক্রিকেটাররা। ফিল্ডিংও হল অত্যন্ত সাধারণ মানের। রাজস্থানের কাছে হেরে আইপিএলের প্লেঅফে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল নাইট রাইডার্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy