নেটমাধ্যমে সহবাগ এর আগেও অনেক মজার মজার পোস্ট করেছেন। যে কোনও বিষয়ে কৌতুক তাঁর সহজাত। সেটি খেলা নিয়ে হোক, বা অন্য কোনও ঘটনা। এমনকি কোনও ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেও সবার থেকে আলাদা সহবাগ। সেই ছবি আরও এক বার দেখা গেল।
দুবের ওভার নিয়ে কী বললেন সহবাগ ফাইল চিত্র
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৯ তম ওভারে শিবম দুবেকে বল দেওয়ার পরে প্রশ্ন উঠেছে রবীন্দ্র জাডেজার অধিনায়কত্ব নিয়ে। তার মধ্যেই এই ঘটনা নিয়ে মশকরা করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। উদাহরণ হিসাবে তিনি টেনে আনলেন অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের চড় মারার প্রসঙ্গ।
সহবাগ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইট করেন। সেখানে একটি ছবি দেন তিনি। তাতে দেখা যাচ্ছে রককে চড় মারছেন স্মিথ। ছবির নীচে ক্যাপশনে সহবাগ লেখেন, ‘শিবম দুবেকে ১৯ তম ওভারে বল করতে দেখে লখনউয়ের মনের অবস্থা।’ ছবির মাধ্যমে সহবাগ বোঝাতে চেয়েছেন, যে ভাবে মঞ্চে উঠে রককে চড় মেরেছিলেন স্মিথ, ঠিক সে ভাবেই দুবেকে মেরে ম্যাচ নিজেদের দখলে নিয়েছে এলএসজি।
Lucknow seeing Shivam Dube bowl the 19th. pic.twitter.com/Al0IN1ftKT
— Virender Sehwag (@virendersehwag) March 31, 2022
নেটমাধ্যমে সহবাগ এর আগেও অনেক মজার মজার পোস্ট করেছেন। যে কোনও বিষয়ে কৌতুক তাঁর সহজাত। সেটি খেলা নিয়ে হোক, বা অন্য কোনও ঘটনা। এমনকি কোনও ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেও সবার থেকে আলাদা সহবাগ। সেই ছবি আরও এক বার দেখা গেল।
লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১০ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে চাপে পড়ে লোকেশ রাহুলের দল। ১২ বলে ম্যাচ জিততে দরকার ছিল ৩৪ রান। রবীন্দ্র জাডেজা, মইন আলির ওভার থাকা সত্ত্বেও ১৯ তম ওভারে দুবের হাতে বল তুলে দেওয়া হয়। সেই ওভারে ২৫ রান দেন তিনি। শেষ ওভারে ৯ রান বাকি ছিল। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় লখনউ। ম্যাচের পরে দুবের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy