Advertisement
০৯ নভেম্বর ২০২৪

পুরো ফিট হয়ে নামবেন বিরাট

নিন্দুকেরা যাই বলুক, আরসিবি-র চেয়ে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটাই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা বুধবার সাফ জানিয়ে দিলেন বিরাট কোহালি।

সম্প্রীতি: স্পিরিট অব ক্রিকেট। কোহালি, ওয়ার্নার। বিসিসিআই

সম্প্রীতি: স্পিরিট অব ক্রিকেট। কোহালি, ওয়ার্নার। বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৪:০২
Share: Save:

নিন্দুকেরা যাই বলুক, আরসিবি-র চেয়ে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটাই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা বুধবার সাফ জানিয়ে দিলেন বিরাট কোহালি। কাঁধের চোট পুরোপুরি সারলে তো বটেই, ১২০ শতাংশ ফিট না হয়ে আইপিএলে নামতে রাজি নন ভারতীয় অধিনায়ক।

বুধবার আইপিএলের প্রথম ম্যাচ চলাকালীন মাঠে দাঁড়িয়েই টিভি ইন্টারভিউয়ে কোহালি বলে দিলেন, ‘‘ভারতীয় ক্রিকেটই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তাই আমি কোনও ঝুঁকি নিতে রাজি নই। কোনও সময়, তারিখ নির্দিষ্ট করে রাখিনি যে কবে মাঠে ফিরতে হবে আমাকে। ১২০ শতাংশ ফিট হয়ে তবেই মাঠে নামব বলে ঠিক করে রেখেছি। তবে সেটা যথাসম্ভব দ্রুত হলেই ভাল।’’

ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে না পারার আফসোস যে ভুলতে পারেননি, তা তাঁর কথাতেই স্পষ্ট। এ দিন ভারতীয় ক্রিকেটের সেরা তারকা বলেন, ‘‘শেষ টেস্টে খেলতে না পারাটা আমার মোটেই ভাল লাগেনি। এই ব্যাপারটাতে যে অভ্যস্ত নই আমি। কিন্তু শরীরের একটা অংশে চোটের জন্য মাঠে নামতে না পারাটা বেশ হতাশাজনক।’’

এ দিন তাঁর বিপক্ষ দলের ব্যাটসম্যান যুবরাজ সিংহকে বিধ্বংসী মেজাজে দেখে বেশ খুশি কোহালি বলেন, ‘‘ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সেঞ্চুরি করেছিল, ইডেনেও ভাল খেলেছে। সেই আত্মবিশ্বাসের ছাপ এখানেও দেখা যাচ্ছে।’’ তবে মজা করে বলেন, ‘‘আইপিএলে অবশ্য ওর বেশি ভাল না খেলাই ভাল। তাতে আমাদেরই অসুবিধা হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE