পাশাপাশি: টেস্ট সিরিজের বিতর্ক এখন অতীত। আইপিএলের লড়াই শুরুর আগে দুই অধিনায়ক স্টিভ স্মিথ এবং বিরাট কোহালি। ছবি: বিসিসিআই
পাঁচটার মধ্যে চারটে ম্যাচেই হার। আর থাকতে পারলেন না বিরাট কোহালি। রবিবার পুণের দেওয়া ১৬২-র লক্ষ্যেও পৌঁছতে না পারার পর আরসিবি অধিনায়ক কোহালি বলে দিলেন, ‘‘এ বার আমাদের জেতার ফর্মুলা খুঁজে বার করতেই হবে। এ ভাবে খেললে আমদের আর জেতা হবে না।’’ রবিবারের এই হারের পর লিগ টেবলে এখন সবার নীচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রবিবার চিন্নাস্বামীতে আরসিবি ২০ ওভারে ১৩৪-৯-এর বেশি তুলতে পারেনি। বিরাট কোহালি (১৯ বলে ২৮), এ বি ডিভিলিয়ার্স (৩০ বলে ২৯), শেন ওয়াটসনরা (১৮ বলে ১৪) কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ২৭ রানে হারার পর কোহালি বলেন, ‘‘আজ আমাদের চোখের সামনে দিয়ে জয় হাতছাড়া হয়ে গেল। কয়েকটা ব্যাপার আমাদের ঠিক করতে হবে। ঘরের মাঠে আমরা বলে বলে জিতব, সে রকম অবস্থা আমাদের এখন নেই।’’
হুঙ্কার: শেন ওয়াটসনকে ফিরিয়ে বেন স্টোকস। রান না পেলেও বল হাতে জেতালেন পুণে-কে। ছবি: পিটিআই
একটা সময় পরপর দু’বলে মহেন্দ্র সিংহ ধোনি ও স্টিভ স্মিথ আউট হয়ে যাওয়ায় বিপদে পড়ে গিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট। ১২৭-২ থেকে ১৩০-৭ হয়ে যাওয়ার পর হাল ধরেন মনোজ তিওয়ারি। যিনি তিনটে চার ও দুটো ছয় মেরে ১১ বলে ২৭ রান করে দলকে ১৬১-৮-এ পৌঁছে দেন। যেখান থেকে জেতায় বেন স্টোকস ও শার্দূল ঠাকুরের বোলিং।
মনোজের প্রশংসা করে স্টিভ স্মিথ বলেন, ‘‘তিন রানে আমাদের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও মনোজ যে ভাবে দলের হাল ধরল, তার প্রশংসা করতেই হবে।’’
আরও পড়ুন: পোলার্ড-রোহিতের দাপটে সহজ জয় মুম্বই ইন্ডিয়ান্সের
আরসিবি এ দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। ক্রিস গেইলকে বাদ দিয়ে দল নামানোয় কোহালির সঙ্গে ইনিংস ওপেন করেন মনদীপ সিংহ। ম্যাচ শুরুর আগে কোহালি বলেছিলেন, ‘‘এই উইকেটে মনে হয় রান উঠবে।’’
কিন্তু দেখা গেল এই উইকেটও স্ট্রোক প্লেয়ারদের সমস্যায় ফেলে দিচ্ছে। বল ব্যাটে আসছে না ভাল। স্টোকস (৩-১৮), শার্দূল (৩-৩৫), জয়দেব উনাদকট (২-২৫) ধস নামিয়ে দেন কোহালিদের ইনিংসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy