Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2023

হায়দরাবাদে হারের বদলা দিল্লিতে, ওয়ার্নারদের ঘরের মাঠে হারিয়ে শোধ তুললেন মার্করামরা

বদলা নিল হায়দরাবাদ। আগের ম্যাচে হায়দরাবাদে গিয়ে তাদের হারিয়ে এসেছিল দিল্লি। এ বার দিল্লির ঘরের মাঠে জয় তুলে নিল হায়দরাবাদ।

SRH

জয়ের হাসি হায়দরাবাদের। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২৩:১৩
Share: Save:

আইপিএলের লিগ তালিকায় আট নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসকে শনিবার ৯ রানে হারিয়ে দিলেন এডেন মার্করামরা। প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে হায়দরাবাদ। দিল্লির ইনিংস শেষ ১৮৮ রানে।

দুই দলই সাতটি করে ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছিল। এমন দুই দলের খেলায় প্রথমে ব্যাট করে ১৯৭ রান তোলে হায়দরাবাদ। ওপেন করতে নেমে ময়ঙ্ক আগরওয়াল মাত্র ৫ রান করে আউট হলেও অভিষেক ৩৬ বলে ৬৭ রান করেন। তিনি ১২টি চার এবং একটি ছক্কা মারেন। তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠী মাত্র ১০ রান করেন। অধিনায়ক এডেন মার্করাম করেন ৮ রান। হ্যারি ব্রুক রানই পাননি। এত জন ক্রিকেটার ব্যর্থ হওয়ার পরেও বড় রান তোলে হায়দরাবাদ।

ক্লাসেন বড় ভূমিকা নেন রান তোলার ক্ষেত্রে। ২৭ বলে ৫৩ রান করেন তিনি। চারটি ছক্কা মারেন ক্লাসেন। আব্দুল সামাদ ২১ বলে ২৮ রান করেন। ২০ ওভারে ১৯৭ রান তোলার ক্ষেত্রে হায়দরাবাদের শেষের দিকের ব্যাটাররাই মুখ্য হয়ে উঠলেন। দিল্লির মিচেল মার্শ চার উইকেট নেন। একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং অক্ষর পটেল। মুকেশ কুমার ২ ওভারে ৩৮ রান দেন। এনরিখ নোখিয়ে ৪ ওভারে ৪৪ রান দেন।

১৯৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ওয়ার্নার আউট হয়ে যান। তিনি ফিরতেই দিল্লির জয়ের আশা ধাক্কা খায়। ফিল সল্ট (৫৯) এবং মিচেল মার্শ (৬৩) চেষ্টা করেছিলেন। ১১২ রানের জুটি গড়েন তাঁরা। তার পরেও হেরে গেল দিল্লি। মিডল অর্ডারে একের পর ব্যাটার এলেন এবং ফিরে গেলেন। মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, সরফরাজ খানরা কেউই দলের ভরসা হয়ে উঠতে পারলেন না।

দিল্লি হেরে লিগ টেবিলের নীচেই রয়ে গেল। হায়দরাবাদ আট নম্বরে উঠে এসেছে। মুম্বই ইন্ডিয়ান্স নেমে গেল নবম স্থানে।

অন্য বিষয়গুলি:

IPL 2023 Delhi Capitals Sunrisers Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE