কাব্য মরান। — ফাইল চিত্র।
আইপিএলের ফাইনালের পর যখন কেকেআরের ক্রিকেটারেরা উচ্ছ্বাস করছেন, তখন ক্যামেরা ধরেছিল তাঁকে। কোনও মতে হাততালি দিলেও চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। তা নজর এড়ায়নি কারওরই। সেই কাব্য মরান ম্যাচের পর চাঙ্গা করলেন তাঁর দল হায়দরাবাদকে। সাজঘরে গিয়ে মরানের দেওয়া ভাষণ মন জয় করেছে অনেকেরই।
একপেশে ফাইনালে কেকেআরের কাছে হারের পর দলকে দোষারোপের রাস্তায় হাঁটেননি মরান। কান্নাকাটি করলেও দ্রুত নিজেকে সামলে নেন। ম্যাচের পর মাঠে নেমে অধিনায়ক প্যাট কামিন্স এবং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ক্রিকেটারেরা সাজঘরে ফেরার পর তিনিও সেখানে চলে যান।
হায়দরাবাদের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে কাব্য বলেন, “তোমরা সবাই আমাদের গর্বিত করেছ। এখানে তোমাদের একটাই কথা বলতে এসেছি। টি-টোয়েন্টি ক্রিকেটকে বদলে দিয়েছ তোমরা। যে ভাবে তোমরা খেলেছ তাতে সকলে আমাদের নিয়ে কথা বলছে। একটা খারাপ দিন যেতেই পারে। তবে ব্যাটে-বলে তোমরা দারুণ কাজ করেছ।”
কাব্য আরও বলেন, “গত বার আমরা সবার নীচে শেষ করেছিলাম। তার পরেও এ বার প্রচুর সমর্থক আমাদের খেলা দেখতে এসেছেন। সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। কেকেআর জিতেছে। কিন্তু আমাদের খেলার ধরন নিয়ে ওরাও অনেক আলোচনা করেছে।”
পরের বছর আইপিএলের আগে বড় নিলাম হবে। সেখানে আবার হায়দরাবাদের খোলনলচে বদলে যাওয়ার কথা। প্রতিটি ম্যাচে মাঠে হাজির থাকা এবং নিলামে অংশ নেওয়া কাব্যর দল পরের বার ট্রফি জিততে পারে কি না, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy