Advertisement
২৩ মার্চ ২০২৫
KKR Squad for IPL 2025

নেই গত বারের অনেকেই, দলে পাঁচ অলরাউন্ডার, তিন উইকেটরক্ষক! কারা আছেন কলকাতার ২১ জনের দলে?

এ বার দলে অনেক পরিবর্তন করেছে কলকাতা। দলে নেই গত বারের ফাইনালের সেরা স্টার্ক। নেই কাপজয়ী অধিনায়কও। কারা রয়েছেন এ বারের কলকাতা দলে?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share: Save:
০১ ২৪
অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার পরেই শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচ ইডেনে। মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার পরেই শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচ ইডেনে। মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

০২ ২৪
kkr

গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে তৃতীয় বার আইপিএল জেতে কলকাতা। চেন্নাইয়ের একপেশে ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে কাপ জেতে নাইটবাহিনী। দু’উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মিচেল স্টার্ক।

০৩ ২৪
kkr

এ বার দলে অনেক পরিবর্তন করেছে কলকাতা। দলে নেই গত বারের ফাইনালের সেরা স্টার্ক। নেই কাপজয়ী অধিনায়কও। কারা রয়েছেন এ বারের কলকাতা দলে? দেখে নেওয়া যাক এ বারের কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ দল।

০৪ ২৪
Ajinkya Rahane (c) Top order Batter

অজিঙ্ক রাহানে (ব্যাটার/অধিনায়ক): সবাইকে চমকে দিয়ে মুম্বইয়ের ব্যাটারকে অধিনায়ক করেছে নাইট রাইডার্স। আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮৫টি ম্যাচে ৪৬৪২ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৩। দু’টি শতরানও করেছেন ডানহাতি ব্যাটার।

০৫ ২৪
Rinku Singh Middle order Batter

রিঙ্কু সিংহ (ব্যাটার): কলকাতা তো বটেই, বর্তমানে টি২০-এর জাতীয় দলেরও অন্যতম ভরসার নাম রিঙ্কু সিংহ। ছ’বছরের কেরিয়ারে কলকাতার বাইরে যাননি বাঁহাতি ব্যাটার। ৪৬ ম্যাচে ১৪৩ স্ট্রাইক রেটে করেছেন ৮৯৩ রান।

০৬ ২৪
Manish Pandey Top order Batter

মণীশ পাণ্ডে (ব্যাটার): নাইট রাইডার্সের পুরনো সদস্য মণীশ দিল্লি, লখনউ, মুম্বই, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ ঘুরে আবার ফিরেছেন কলকাতায়। ৩৬ বছরের ডানহাতি ব্যাটার কেরিয়ারে ১৭১ ম্যাচে ১২১ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৫১ রান। একটি শতরানও রয়েছে তাঁর।

০৭ ২৪
Rovman Powell Middle order Batter

রভম্যান পাওয়েল (ব্যাটার): দিল্লির হয়ে দু’বছর এবং রাজস্থানের হয়ে এক বছর খেলে ক্যারিবীয় তারকা এ বার কলকাতায়। কেরিয়ারে ২৭টি ম্যাচ খেলেছেন পাওয়েল। ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৬০ রান।

০৮ ২৪
Angkrish Raghuvanshi Top order Batter

অঙ্গকৃষ রঘুবংশী (ব্যাটার): ২০ বছরের তরুণ ব্যাটারের আইপিএল অভিষেক কলকাতার হাত ধরেই। গত বার আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৫৫-এর বেশি স্ট্রাইক রেটে গত বার ১৬৩ রান করেছিলেন অঙ্গকৃষ।

০৯ ২৪
Quinton de Kock † Wicketkeeper Batter

কুইন্টর ডি কক (উইকেটরক্ষক): ১২ বছরের আইপিএল কেরিয়ারে বার বার দল পাল্টেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার। ১০৭ ম্যাচ খেলা মারকুটে বাঁহাতি ব্যাটার ১৩৪-এর উপর স্ট্রাইক রেটে করেছেন ৩১৫৭ রান। আইপিএল কেরিয়ারে রয়েছে দু’টি শতরানও।

১০ ২৪
Rahmanullah Gurbaz †Wicketkeeper Batter

রহমতুল্লা গুরবাজ় (উইকেটরক্ষক): আফগানিস্তানের তরুণ উইকেটরক্ষক ব্যাটার দু’বছর খেলছেন আইপিএলে। ১৪ ম্যাচে ১৩৪ স্ট্রাইক রেটে ২৮৯ রান। যে কোনও বোলিংকে ধ্বংস করার ক্ষমতা রাখেন এই ডানহাতি ব্যাটার।

১১ ২৪
Luvnith Sisodia † Wicketkeeper Batter

লভনিথ সিসৌদিয়া (উইকেটরক্ষক): বেঙ্গালুরুতে দু’বছর থাকলেও এখনও কোনও ম্যাচ খেললেনি কর্নাটকের উইকেটরক্ষক ব্যাটার। এ বছর আইপিএলে তাঁর অভিষেক হয় কি না চোখ থাকবে সে দিকে।

১২ ২৪
Andre Russell Allrounder

আন্দ্রে রাসেল (অলরাউন্ডার): কলকাতার আর এক ঘরের ছেলে। ৩৭ বছরের ডানহাতি অলরাউন্ডার কখনও ব্যাট, কখনও বল হাতে নাইটদের অনেক ম্যাচ জিতিয়েছেন। ১২৭ ম্যাচ খেলা রাসেলের স্ট্রাইক রেট ১৭৫। কেরিয়ারে ১১৫ উইকেটও নিয়েছেন তিনি।

১৩ ২৪
Venkatesh Iyer  Allrounder

বেঙ্কটেশ আয়ার (অলরাউন্ডার): এ বারের আইপিএলের অন্যতম দামি ক্রিকেটার। দলের সহ-অধিনায়কও তিনিই। চার বছরের আইপিএল কেরিয়ারে ৫১ ম্যাচ খেলেছেন আয়ার। ১৩৭ স্ট্রাইক রেটে ১৩২৬ রান করার পাশাপাশি নিয়েছেন তিনটি উইকেটও।

১৪ ২৪
Moeen Ali  Batting Allrounder

মইন আলি (অলরাউন্ডার): ২০১৮ সাল থেকে আইপিএল খেলছেন ইংল্যান্ডের এই স্পিনার অলরাউন্ডার। কেরিয়ারে এখনও পর্যন্ত ৬৭ ম্যাচে ১১৬২ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪১.৫৩। বল হাতে ওভারপিছু মাত্র সাত রান দিয়ে নিয়েছেন ৩৫টি উইকেট।

১৫ ২৪
Ramandeep Singh Allrounder Middle order Batter

রমনদীপ সিংহ (অলরাউন্ডার): বিধ্বংসী এই মিডল অর্ডার ব্যাটার অসাধারণ ফিল্ডারও। আইপিএল কেরিয়ারে ২০ ম্যাচ খেলা রমনদীপের স্ট্রাইক রেট প্রায় ১৬৭।

১৬ ২৪
Anukul Roy Allrounder

অনুকূল রায় (অলরাউন্ডার): গত তিন বছর ধরে আইপিএল খেললেও তেমন ভাবে সুযোগ পাননি এই ভারতীয় অলরাউন্ডার। মুম্বই ছেড়ে এ বারে কলকাতা আসা অনুকূল ১১ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।

১৭ ২৪
Spencer Johnson Bowler

স্পেন্সার জনসন (বোলার): মিচেল স্টার্কের জায়গায় আর এক অসিকে দলে নিয়েছে নাইট রাইডার্স। গত বারই আইপিএলে অভিষেক হয় জনসনের। ২.৮ কোটির অসি পেসার নাইটদের পেস ব্যাটারির প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন।

১৮ ২৪
Anrich Nortje Bowler

অনরিখ নোখিয়া (বোলার): কলকাতার পেস ব্যাটারির নবতম সংযোজন ৩২ বছরের প্রোটিয়া। ৪৬ ম্যাচে ৬০ উইকেট নেওয়া নোখিয়ার গতি যে কোনও ব্যাটারকেই চাপে ফেলতে পারে।

১৯ ২৪
Harshit Rana Bowler

হর্ষিত রানা (বোলার): নাইটদের পেস ব্যাটারির অন্যতম ভরসা। ডানহাতি পেসার ইতিমধ্যে জাতীয় দলের ভরসাও হয়ে উঠছেন। আইপিএল কেরিয়ারে ২১ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন রানা।

২০ ২৪
Chetan Sakariya Bowler

চেতন সাকারিয়া (বোলার): তিন বছর আইপিএল খেললেও প্রথম বছরের পর সে ভাবে সুযোগ পাননি। কেরিয়ারে ১৯টি ম্যাচ খেলেছেন এই পেসার। নিয়েছেন ২০ উইকেট।

২১ ২৪
Vaibhav Arora  Bowler

বৈভব অরোরা (বোলার): মাত্র তিন বছরের আইপিএল কেরিয়ার এই তরুণ পেসারের। এখনও পর্যন্ত ২০ ম্যাচে ১৯ উইকেট নেওয়া বৈভব ওভারপিছু দিয়েছেন ন’রানেরও বেশি।

২২ ২৪
Sunil Narine Bowler

সুনীল নারিন (বোলার): কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও বহু ম্যাচ জিতিয়েছেন সুনীল। ১৩ বছর আইপিএলে ১৭৭ ম্যাচ খেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭৫। ১৮০ উইকেট নেওয়া সুনীল ব্যাট হাতেও ধ্বংসাত্মক। প্রায় ১৬৬ স্ট্রাইক রেটে ১৫৩৪ রান করেছেন বাঁহাতি ব্যাটার।

২৩ ২৪
Varun Chakravarthy Bowler

বরুণ চক্রবর্তী (বোলার): চ্যাম্পিয়ন্স লিগে ভারতকে জেতানোর অন্যতম কারিগর। আইপিএলে নাইট বাহিনীর বোলিং বিভাগের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন বরুণ। কেরিয়ারে ৭১টি ম্যাচে ৮৩ উইকেট নেওয়া বরুণের স্পিন বোঝা যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন।

২৪ ২৪
Mayank Markande  Bowler

ময়াঙ্ক মার্কান্ডে (বোলার): ছ’বছরের আইপিএল কেরিয়ারে পাঁচ বার দল পাল্টেছেন এই স্পিনার। এ বারে তিনি কলকাতায় এসেছেন। ৩৭ ম্যাচে ৩৭ উইকেট নেওয়া স্পিনার কেরিয়ারে দু’বার চার উইকেট নিয়েছেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy