টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ক্রিকেটারকে বেছে নিলেন সৌরভ। —ফাইল ছবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম নায়ক সূর্যকুমার যাদব। আইপিএলের প্রথম দিকে তেমন রান না পেলেও গত কয়েকটি ম্যাচে চেনা ছন্দে দেখা যাচ্ছে মুম্বইয়ের ব্যাটারকে। বিরাট কোহলিদের বিরুদ্ধে সূর্যকুমারের ইনিংস দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সূর্যকুমার। সেই ইনিংস দেখার পর সৌরভ বলেছেন, সূর্যকুমারই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার। সূর্যকুমারের ইনিংসটি দেখার পর সমাজমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। তিনি লিখেছেন, ‘‘সূর্যকুমার যাদব বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। দেখে মনে হয় ও কম্পিউটারে ব্যাট করে।’’
গত কয়েক মাস ধরে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ প্রায় সব ক্রিকেট বিশেষজ্ঞই। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের অন্যতম ভরসা হয়ে উঠেছেন সূর্যকুমার। তাঁর ব্যাট আইপিএলেও ভরসা জোগাচ্ছে রোহিতকে। সেই ভরসাই মঙ্গলবার কোহলিদের বিরুদ্ধে জয় এনে দিয়েছে মুম্বই অধিনায়ককে।
Surya Kumar yadav the best T20 player in the world .. it seems he bats on a computer .. @surya_14kumar @mipaltan
— Sourav Ganguly (@SGanguly99) May 9, 2023
বেঙ্গালুরুর বিরুদ্ধে সূর্যকুমারের ৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার এবং ৬টি ছক্কা। তাঁর সামনে বেঙ্গালুরুর সব বোলারকেই সাধারণ মানের মনে হয়েছে। তাঁর দাপুটে ইনিংসের সুবাদে ২১ বল বাকি থাকতেই ২০০ রানের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy