রোহিত বলেছেন, ‘‘কোনও প্রতিপক্ষই আমাদের হাতে জয় তুলে দেবে না। সকলেই চাইবে আমাদের থেকে জয় ছিনিয়ে নিতে। আমাদেরও ঠিক এই কাজটাই করতে হবে।’’
এ বারের আইপিএলে বল করতে পারছেন হার্দিক। চোটের কারণে বল করতে পারছিলেন না বলে ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয় তাঁকে।
প্রথমে ব্যাট করে ১৪৯ রান করেছিল দিল্লি। তাড়া করতে নেমে ৮০ রান করেন কুইন্টন ডি’কক।
তালিকায় যেমন রয়েছেন বাংলার জোরে বোলার আকাশ দীপ, তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মাও রয়েছেন। নিলামের আগে এঁদের নামই শোনা যায়নি।
গুজরাতের আসল শক্তি তাদের বোলিং। পেস আক্রমণ সামলানোর দায়িত্বে আছেন মহম্মদ শামি, ফার্গুসন এবং হার্দিক নিজে।
১৫ তলা থেকে নীচে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। সেই মুহূর্তে আমার হাত ফস্কে গেলে কোনও ভাবেই কেউ বাঁচাতে পারত না।
এখনও চলতি আইপিএলে মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী অলরাউন্ডার। বিয়ের জন্য তিনি কয়েকটা দিন পরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এমন একটা পিচ যেখানে বল ব্যাটে পড়ে দেরিতে আসছিল, তিনি ক্রিজ কামড়ে পড়েছিলেন। ৫২ বলে ৮০ রানের ইনিংস খেলে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন।
৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। দিল্লি ক্যাপিটালসকে কম রানে আটকে রাখার পিছনে বড় ভূমিকা নেন তিনি।
দিনের শুরুটা ছিল পৃথ্বী শয়ের। ৩৪ বলে ৬১ রান করেন ভারতের তরুণ ওপেনার। পৃথ্বী যখন আউট হন, দিল্লির স্কোরবোর্ডে রয়েছে ৬৭ রান।