হার্দিককে নিয়ে অস্বস্তি বাড়ছে মুম্বইয়ের। — ফাইল চিত্র।
হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সে অশান্তির ছায়া। মহম্মদ নবি-সহ একাধিক ক্রিকেটার আগেই অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও মুম্বই কর্তৃপক্ষের তরফে বার বার দাবি করা হয়েছে, দলে কোনও সমস্যা নেই। একতার অভাব নেই। তবু আইপিএলের মাঝে মুম্বইয়ের সংসারে অশান্তির ঢেকে রাখা যাচ্ছে না। প্রকাশ্যে চলে আসছে একাধিক গোষ্ঠীর ছবি।
মুম্বই শিবিরে অশান্তির ছবি চোখে পড়েছে অস্ট্রেলিয়ার এক প্রাক্তন অধিনায়কের চোখে। আইপিএলের হার্দিকের দলের খারাপ পারফরম্যান্সের জন্য দলে একাধিক গোষ্ঠী তৈরি হওয়াকে অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করছেন মাইকেল ক্লার্ক। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছে এ বার। ক্লার্কের মতে, অধিনায়ক পরিবর্তনের পদ্ধতি সম্ভবত মেনে নিতে পারেননি দলের একাধিক সদস্য। ক্লার্ক বলেছেন, ‘‘আমার মনে হচ্ছে না মুম্বইয়ের প্লেঅফে যাওয়ার কোনও সুযোগ বা সম্ভাবনা রয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে, দলের সব কিছু ঠিক নেই। দলের একাধিক ভাল ক্রিকেটারের খেলায় ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, মুম্বইয়ের সাজঘরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। দলের মধ্যে একাত্মবোধের অভাব রয়েছে। একটা দল হিসাবে খেলতে পারছে না মুম্বই।’’
কেন এমন মনে হচ্ছে মুম্বইকে দেখে? ক্লার্ক বলেছেন, ‘‘কারও ব্যক্তিগত দক্ষতা দলকে জয় এনে দিতেই পারে। যেমন রোহিত আর একটা ম্যাচে শতরান করলে মুম্বই জিততে পারে। হার্দিক বা যশপ্রীত বুমরারও দলকে জেতানোর দক্ষতা রয়েছে। কে কোন ম্যাচে ভাল খেলবে, আগে থেকে বলা যায় না। তাতে বড় প্রতিযোগিতা জেতা যায় না। দলগত পারফরম্যান্সই ছাড়া সম্ভব নয়। একাত্মতা না থাকলে সেটা সম্ভব নয়। মুম্বই দলটাকে দেখে বোঝা যাচ্ছে একতা নেই। দলের মধ্যে একাধিক গোষ্ঠী রয়েছে।’’
ক্লার্ক মনে করছেন, নেতৃত্ব পরিবর্তনের পদ্ধতি ক্রিকেটারদের উপর প্রভাব ফেলে থাকতে পারে। সব দলের একটা সংস্কৃতি থাকে। সেটা কোনও ভাবে বিঘ্নিত হলে সমস্যা হতে পারে। বিষয়টা সব সময় কোনও ক্রিকেটারকে ব্যক্তিগত ভাবে পছন্দ বা অপছন্দের মতো নাও হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy