Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2023

সাড়ে ৭ কোটির ক্রিকেটার হারাল আইপিএল, দল ছেড়ে দেশে ফিরলেন আরও এক বিদেশি!

আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেলেন আরও এক বিদেশি ক্রিকেটার। সাড়ে ৭ কোটি টাকায় সেই ক্রিকেটারকে কিনেছিল এক দল।

Picture of IPL trophy

এ বারের আইপিএলে প্রতিযোগিতা চলাকালীন অনেক বিদেশি ক্রিকেটার দল ছেড়ে দেশে ফিরেছেন। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৮:৪৬
Share: Save:

আবার এক ক্রিকেটার আইপিএলের মাঝপথেই দল ছেড়ে দেশে ফিরে গেলেন। লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। না, কোনও চোট পাননি তিনি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। সেই কারণে দেশে ফিরেছেন তিনি।

এ বারের আইপিএলের আগে নিলামে সাড়ে ৭ কোটি টাকায় উডকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। মরসুমের প্রথম থেকেই দলে ছিলেন তিনি। কিন্তু ১০টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে খেলেছেন তিনি। চার বিদেশির বেশি খেলানো যায় না আইপিএলে। সেই কারণে ৫টি ম্যাচে দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে।

লখনউ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়ো বার্তায় উড বলেছেন, ‘‘কন্যা সন্তানের জন্ম হওয়ায় দেশে ফিরে যাচ্ছি। যেতে খারাপ লাগছে। কিন্তু এটা আনন্দের একটা ঘটনা। আশা করছি আবার ফিরব। আমাকে আবার দেখতে পাবেন। বেশি খেলার সুযোগ পায়নি। তবে যে কয়েকটা ম্যাচে খেলেছি দলের হয়ে উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ফিরেও সেটা করতে পারব।’’

এ বারের আইপিএলে ৫ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন উড। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। উড ফেরার কথা বললেও কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। আইপিএলের গ্রুপ পর্বের শেষ ১৮টি ম্যাচ বাকি। তার পরে অবশ্য প্লে-অফ রয়েছে। লখনউ যদি প্লে-অফে ওঠে তা হলে হয়তো আবার আইপিএলে দেখা যাবে উডকে।

অন্য বিষয়গুলি:

IPL 2023 mark wood Lucknow Super Giants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE