পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে লখনউ। দলের হয়ে সব থেকে বেশি ৩৭ বলে ৪৬ রান করেন ডিকক। তাঁর ও দীপক হুডার ৮৫ রানের জুটি দলকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছিল। কিন্তু পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে লখনউ। শেষ দিকে ব্যাট হাতে মহসিন করেন ১৩ রান। ফলে দেড়শো রানের গণ্ডি টপকায় দল।
দুর্ঘটনার কথা জানিয়েছে লখনউ শিবির ছবি: আইপিএল
পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে দুর্ঘটনার কবলে পড়ে লখনউ সুপার জায়ান্টসের সিইও রঘু আয়ারের গাড়ি। সেই সময় রঘু ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর সহকর্মী রচিতা বেরি ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা।
লখনউ সুপার জায়ান্টসের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, মুম্বই থেকে পুণেতে খেলা দেখতে যাওয়ার সময় হয় দুর্ঘটনা। তবে তাতে তিন জনের বিশেষ চোট লাগেনি। তিন জনই সুস্থ আছেন বলে জানানো হয়েছে দলের তরফে।
Lucknow Super Giants’ CEO Raghu Iyer, his associate Rachita Berry and Gaurav Arora, Manager for Gautam Gambhir were involved in a minor road accident en route to the venue for tonight's game. Fortunately, all three are safe and well. pic.twitter.com/NoWHmN0MOl
— Lucknow Super Giants (@LucknowIPL) April 29, 2022
পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে লখনউ। দলের হয়ে সব থেকে বেশি ৩৭ বলে ৪৬ রান করেন ডিকক। তাঁর ও দীপক হুডার ৮৫ রানের জুটি দলকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছিল। কিন্তু পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে লখনউ। শেষ দিকে ব্যাট হাতে মহসিন করেন ১৩ রান। ফলে দেড়শো রানের গণ্ডি টপকায় দল।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। বল হাতে লিয়াম লিভিংস্টোন-সহ তিন ব্যাটারকে সাজঘরে ফেরান মহসিন। অন্য দিকে ময়ঙ্ক অগ্রবাল ও জনি বেয়ারস্টোকে আউট করে পঞ্জাবকে বড় ধাক্কা দেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। ফলে কম রানেও পঞ্জাবকে আটকে রেখে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে লোকেশ রাহুলের দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy