অর্ধশতরান রাহানের। —ফাইল চিত্র
৭ উইকেটে জিতল চেন্নাই। ১৫৭ রান করেছিল মুম্বই। সেই রান সহজেই তুলে নিল চেন্নাই।
রাহানের দাপটে জয়ের রানের পথে চেন্নাই। মুম্বইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভারে ১০২ রান তুলে ফেলেছে ধোনির দল। বাকি আর ৫৪ রান।
মুম্বইয়ের ওয়াংখেড়ে রাহানের ঘরের মাঠ। সেই মাঠেই এ বারের আইপিএলের দ্রুততম অর্ধশতরান করে ফেললেন রাহানে। চেন্নাইকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
প্রথম ওভারেই আউট কনওয়ে। বেহরেনডফের বলে বোল্ড হলেন তিনি।
মুম্বইয়ের মাটিতে মুম্বইকে হারানোর জন্য ১৫৮ রান চাই চেন্নাইয়ের।
১৬ এবং ১৭তম ওভারের শেষ বলে উইকেট হারাল মুম্বই। প্রথমে ট্রিস্টান স্টাবস এবং পরে টিম ডেভিড মারতে গিয়ে আউট হলেন। ১৩১ রান ৮ উইকেট হারাল মুম্বই।
তিলক বর্মাকে আউট করলেন জাডেজা। এলবিডব্লিউ হলেন তিনি। ১৮ বলে ২২ রান করেন তিলক।
১০ ওভারে মুম্বই তুলল ৮৪ রান। পাঁচ উইকেট চলে গিয়েছে তাদের। টিম ডেভিড এবং তিলক বর্মা রয়েছে ক্রিজে।
পঞ্চম উইকেট হারাল মুম্বই। দ্রুত উইকেট হারাচ্ছে তারা। চেন্নাইয়ের স্পিন আক্রমণ সামলাতে পারছে না মুম্বই। মিচেল স্যান্টনারের বলে আউট আরশাদ।
জাডেজার দ্বিতীয় উইকেট। আউট হয়ে সাজঘরে ফিরলেন গ্রিন। নিজের বলেই ক্যাচ নিলেন জাডেজা। মাত্র ১২ রান করেন গ্রিন।
একের পর এক উইকেট হারাচ্ছে মুম্বই। দ্রুত রান তুলছিলেন ঈশান। তাঁকে নিজের প্রথম ওভারেই তুলে নিলেন জাডেজা। পরের ওভারেই আউট সূর্যকুমার। ধোনির হাতে জমা পড়লেন তিনি। ঈশান করেন ৩২ রান। সূর্য মাত্র ১ রান করেই আউট।
তুষার দেশপাণ্ডের বলে বোল্ড রোহিত। ১৩ বলে ২১ রান করে আউট অধিনায়ক। ৪ ওভারে ৩৮ রান তুলেছে মুম্বই।
প্রথম ২ ওভারে ১৬ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত এবং ঈশান ওপেন করতে নেমেছেন। প্রথম ওভার বল করার পরেই হ্যামস্ট্রিংয়ে চোট দীপক চহারের। তিনি মাঠ ছেড়েছেন। বাকি ম্যাচে বল করতে পারবেন কি না তা স্পষ্ট নয়।
ওয়াংখেড়েতে টস জিতলেন ধোনি। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি।
🚨 Toss Update from Mumbai 🚨@ChennaiIPL win the toss and elect to bowl first against @mipaltan.
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
Follow the match ▶️ https://t.co/rSxD0lf5zJ#TATAIPL | #MIvCSK pic.twitter.com/FqztysI3wn
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy