Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Viral Video

পুত্রের বিয়েতে নাচার জন্য ‘ভাড়া’ করলেন রাশিয়ান! বাবার কাণ্ড দেখে সমাজমাধ্যমে হইচই

বিয়েবাড়ির অনুষ্ঠানে বর পক্ষের তরফে উপস্থিত হয়েছেন রাশিয়ার তরুণীরা। বরযাত্রীর সঙ্গে নাচ করছেন তাঁরাও। বরের বান্ধবী নন সেই তরুণীরা। বরং পারিশ্রমিক দিয়ে তাঁদের ‘ভাড়া’ করে এনেছেন পাত্রের বাবা।

—ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:২১
Share: Save:

ছেলের বিয়ে বলে কথা! নজর না কাড়লে হয়! আয়োজনের কোনও কমতি রাখা চলবে না। বরং আদরের পুত্র যেন সারা জীবন এই দিনটিকে মনে রাখেন তাই রাশিয়া থেকে তরুণীদের ‘ভাড়া’ করে আনলেন তাঁর বাবা। বরযাত্রী নিয়ে বর যখন বিয়ের মণ্ডপে উপস্থিত হবেন, তখন সেই তরুণীরা ব্যান্ড বাজার তালে নাচ করবেন। এমনটাই পরিকল্পনা করেছিলেন পাত্রের বাবা। হলও তাই। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘মিডনাইট_রাইটার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে বর পক্ষের তরফে উপস্থিত হয়েছেন রাশিয়ার তরুণীরা। বরযাত্রীর সঙ্গে নাচ করছেন তাঁরাও। বরের বান্ধবী নন সেই তরুণীরা। বরং পারিশ্রমিক দিয়ে তাঁদের ‘ভাড়া’ করে এনেছেন পাত্রের বাবা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, হুডখোলা লাল গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন পাত্র। সেই গাড়িটি ঘিরে ভিড় করে রয়েছেন রাশিয়ান তরুণীরা। সকলের পরনেই জমকালো পোশাক। কারও হাতে আলো, কেউ আবার নানা ধরনের অঙ্গভঙ্গি করে নাচ করছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে। কেউ কেউ পাত্রের বাবার এই অভিনব পরিকল্পনার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, তিনি এ সব করে অর্থ অপচয় ছাড়া আর কিছুই করছেন না।

অন্য বিষয়গুলি:

Viral Video Russian Russia Dancer Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy