উইকেট পেল কেকেআর। —ফাইল চিত্র
শেষ ওভারে জয় তুলে নিল কলকাতা। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। কিন্তু সেই রান তুলতে পারল না তারা।
ইমপ্যাক্ট প্লেয়ার অনুকূলের বলে আউট ব্রুক। হায়দরাবাদের চতুর্থ উইকেট তুলল কেকেআর।
হায়দরাবাদের তিন উইকেট তুলে নিল কলকাতা। মায়াঙ্কের পর অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী আউট। রাসেলের বলে গতি কমতেই আউট হলেন রাহুল। অভিষেকের উইকেট নেন শার্দূল ঠাকুর। হায়দরাবাদ তুলেছে ৫৩ রান।
হর্ষিত রানার বলে আউট মায়াঙ্ক আগরওয়াল। উইকেটরক্ষক গুরবাজের হাতে ক্যাচ দিলেন তিনি। বাউন্সার সামলাতে না পেরে আউট হলেন গুরবাজ।
হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রান কলকাতার। রিঙ্কু ৪৬ রান করলেন। নীতীশ করলেন ৪২ রান। রাসেল ১৫ বলে ২৪ রান করেন। কেকেআরের কোনও ব্যাটারই সে ভাবে টিকতে পারলেন না। ২০ ওভারে ১৭১ রান তুললেও ৯ উইকেট হারায় কেকেআর।
১ রান করে আউট নারাইন। বলের লাইনে না গিয়েই খেলতে গেলেন তিনি। ভুবনেশ্বর কুমারের মন্থর বল বুঝতে না পেরে ক্যাচ দিলেন মায়াঙ্কের হাতে।
এ বার ফিরলেন রাসেল। রান এলেও একের পর এক উইকেট হারাচ্ছে কেকেআর। ১৫ বলে ২৪ রান করে আউট রাসেল।
৩১ বলে ৪২ রান করে আউট নীতীশ। তিনটি ছক্কা এবং তিনটি চার মেরে আউট তিনি। মার্করামের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন। বেশ কিছুটা দৌড়ে গিয়ে নিজের বলেই ক্যাচ নিলেন হায়দরাবাদের অধিনায়ক।
প্রথম ৬ ওভারে ৪৯ রান তুলল কেকেআর। সেই সঙ্গে তিনটি উইকেটও হারিয়েছে তারা। আউট গুরবাজ, বেঙ্কটেশ এবং জেসন। হায়দরাবাদের পেসার জানসেন তিন ওভার বল করে ফেলেছেন।
#KKR 3 down as Jason Roy departs!
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
Kartik Tyagi strikes in his first over as @mayankcricket takes the catch 👏 👏
Follow the match ▶️ https://t.co/xYKXAE6NDg#TATAIPL | #SRHvKKR pic.twitter.com/2R8oQ6Nd3S
এ বার আউট জেসন রয়। ৫ ওভারের মধ্যেই তিন উইকেট হারাল কলকাতা। কার্তিক তিয়াগির বলে আউট জেসন।
জানসেনের বলে এ বার আউট বেঙ্কটেশ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। ৭ রানে আউট বেঙ্কটেশ।
প্রথম বলেই ছক্কা হাঁকাতে গেলেন গুরবাজ। জানসেনের বলে উইকেট দিলেন তিনি।
কলকাতার প্রথম একাদশে ফিরলেন জেসন রয়। তিনি ওপেন করবেন গুরবাজের সঙ্গে। বাদ পড়লেন জগদীশন।
A look at the Playing XIs of both the sides 👌👌
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
Follow the match ▶️ https://t.co/xYKXAE6NDg#TATAIPL | #SRHvKKR pic.twitter.com/SqfiY1czOH
হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতল কলকাতা। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নীতীশ রানা।
🚨 Toss Update 🚨@KKRiders win the toss and elect to bat first against @SunRisers.
— IndianPremierLeague (@IPL) May 4, 2023
Follow the match ▶️ https://t.co/xYKXAE6NDg#TATAIPL | #SRHvKKR pic.twitter.com/jw1eHhdeQk
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy