আউট ওয়ার্নার। —ফাইল চিত্র
অনুকূল রয়ের বলে আউট ফিল সল্ট। নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরালেন দিল্লির উইকেটরক্ষককে।
একের পর এক ম্যাচে হারতে থাকা দিল্লির সামনে জয়ের সুযোগ। কলকাতাকে মাত্র ১২৭ রানে আটকে দিল তারা। জয়ের জন্য চাই ১২৮ রান।
রাসেল শেষ ওভারে তিনটি ছক্কা মারলেন মুকেশকে। তাতে কলকাতা শেষ করল ১২৭ রানে। দিল্লির মাঠে খেলতে নেমে ব্যর্থ কলকাতার ব্যাটিং। লিটন, জেসনকে এনে চেষ্টা করেছিল কলকাতা। কিন্তু বড় রান তুলতে ব্যর্থ তারা।
কুলদীপকে খেলতে ব্যর্থ জেসন রয়। ৪৩ রান করে আউট কেকেআর ওপেনার।
দিল্লির হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন ইশান্ত। এ বারের আইপিএলে প্রথম বার খেলতে নেমেই সফল তিনি।
ওভার প্রতি ৬ রানের একটু বেশি তুলছে কলকাতা। টি-টোয়েন্টিতে যা একেবারেই খুব বেশি নয়। ১১ ওভারে ৬৮ রান কেকেআরের।
বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন রিঙ্কু। অক্ষর পটেলের বলে আউট হলেন তিনি।
বোল্ড মনদীপ। চামচের মতো মেরে উইকেটরক্ষকের পিছনে বল পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বোল্ড হয়ে গেলেন মনদীপ।
প্রথম ৭ ওভারে খুব বেশি রান করতে পারল না কলকাতা। তিন উইকেট চলে গিয়েছে। উঠল মাত্র ৩৯ রান।
আউট কেকেআরের অধিনায়ক। পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট হারাল কলকাতা। মাত্র ৪ রান করে আউট নীতীশ।
চাপে পড়ল কলকাতা। দিল্লির পেসারদের বিরুদ্ধে সে ভাবে বড় রান তুলতে ব্যর্থ কেকেআরের ব্যাটাররা। ২ উইকেট যাওয়ায় রানের গতিও কমেছে। ৫ ওভারে মাত্র ৩১ রান উঠল। ইশান্ত শর্মার সুইং, মুকেশ কুমারের গতিতে বার বার পরাস্ত কেকেআর ব্যাটাররা।
এ বার আউট বেঙ্কটেশও। এনরিখ নোখিয়ের বলে আউট হলেন তিনি। গত ম্যাচে শতরান করা বেঙ্কটেশ কোনও রান না করেই আউট।
প্রথম ৩ ওভারে ২০ রান তুলল কলকাতা। আউট লিটন। জেসন রয় এবং বেঙ্কটেশ আয়ার ক্রিজে রয়েছেন।
মুকেশের বলে আউট লিটন। মাত্র ৪ রান করে আউট হলেন তিনি। ক্যাচ দিলেন ললিত যাদবের হাতে।
In the air and taken 💪
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
Mukesh Kumar strikes as Lalit Yadav takes the catch 👌👌#KKR lose Litton Das in the second over.
Follow the match ▶️ https://t.co/CYENNIiaQp #TATAIPL | #DCvKKR pic.twitter.com/nIc62sNREl
আইপিএলে প্রথম বার খেলতে নেমে চার মারলেন লিটন। বাংলাদেশের ওপেনার এবং ইংল্যান্ডের জেসন রয় খেলতে নেমেছে।
বৃষ্টির জন্য এক ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে ম্যাচ। দিল্লি বনাম কলকাতা ম্যাচের ওভার যদিও কমেনি।
🚨 Toss Update 🚨@DelhiCapitals win the toss and elect to field first against @KKRiders.
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
Follow the match ▶️ https://t.co/CYENNIiaQp #TATAIPL | #DCvKKR pic.twitter.com/WopA9ZSaJO
কিছু ক্ষণের মধ্যেই টস হবে দিল্লিতে। ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।
ঢাকা সরানো হচ্ছে দিল্লির মাঠ থেকে। বৃষ্টি থেমে গিয়েছে। কিছু ক্ষণের মধ্যে খেলা শুরু হওয়ার সম্ভাবনা। রাত ৮.১৫ মিনিটে আবার পরিস্থিতি দেখা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy