Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2024

আইপিএলের দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান, কাকে কৃতিত্ব দিলেন কেকেআরের নতুন প্রতিভা অঙ্গকৃশ?

বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন নম্বরে নেমে অর্ধশতরান করেছেন। চমকে দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। ১৮ বছর বয়সি কেকেআরের নতুন প্রতিভা অঙ্গকৃশ রঘুবংশী কাকে কৃতিত্ব দিয়েছেন?

cricket

অঙ্গকৃশ রঘুবংশী। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ১৪:৫৮
Share: Save:

আগের ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলতে নামলেও ব্যাট করার সুযোগ পাননি। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন নম্বরে নেমে অর্ধশতরান করেছেন। চমকে দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। ১৮ বছর বয়সি কেকেআরের নতুন প্রতিভা অঙ্গকৃশ রঘুবংশী কৃতিত্ব দিয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ারকে।

অভিষেকের কোচিংয়েই ছোটবেলা থেকে ক্রিকেট শিখেছেন অঙ্গকৃশ। তাঁর পরামর্শেই কেকেআর কিনেছে অঙ্গকৃশকে। সেই ‘গুরু’কে ধন্যবাদ জানিয়ে তরুণ ক্রিকেটার বলেছেন, “আমাকে সব কিছুতে সাহায্য করেছেন উনি। কী ভাবে খেলব, কী খাব সব খেয়াল রেখেছেন। উনি আমার সত্যিকারের গুরু।” ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পরামর্শ পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম দীনেশ কার্তিক, যাঁর পুনরুত্থান দেখেছে ক্রিকেটবিশ্ব।

কী ভাবে অঙ্গকৃশকে সাহায্য করেছেন অভিষেক? তরুণ ক্রিকেটারের কথায়, “খুব সহজ। গত কয়েক বছর ধরে ওঁর অধীনে অনুশীলন করছি। তাই ব্যাট করতে নামার সময় আলাদা কোনও ভাবনা ছিল না। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি কাজে লাগিয়ে ব্যাট করেছি। নিজের অনুশীলন এবং দক্ষতার উপরে ভরসা রেখেছি। যথেষ্ট অনুশীলন করেছি আগে। কঠিন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন অভিষেক স্যর।”

২০২২-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্গকৃশের জন্ম দিল্লিতে হলেও ১১ বছরে মুম্বই চলে যান। সেখানে অভিষেক এবং ওমকার সালভির অধীনে প্রশিক্ষণ নেন। মুম্বইয়ে যাওয়া থেকেই অঙ্গকৃশের মেন্টর অভিষেক। সম্প্রতি মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হজারেতে খেলেছেন অঙ্গকৃশ।

অন্য বিষয়গুলি:

IPL 2024 KKR Angkrish Raghuvanshi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE