আইপিএলে এক ও দুইয়ের লড়াই। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে আরও একটি জয়ের লক্ষ্যে কেকেআর।
গত রবিবার লখনউয়ের বিরুদ্ধে খেলেছে কেকেআর। আবার মঙ্গলবার প্রতিপক্ষ রাজস্থান। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধেও জয় ছাড়া ভাবছেন না শ্রেয়সেরা।
নাইটদের পুরস্কার বিতরণী: প্রত্যেক ম্যাচের শেষে কেকেআর ড্রেসিংরুমে নিজেদের পুরস্কার বিতরণী চলে। আজকাল অনেক দলই এটা করে।
রাজস্থানই একমাত্র দল যারা ছন্দে থাকা নাইটদের পথের কাঁটা হয়ে উঠতে পারে। কারণ, সে দলের সকলেই রানের মধ্যে রয়েছেন।
টানা খেলে যাওয়ার ক্লান্তি সামলানো বড় চ্যালেঞ্জ এখন গৌতম গম্ভীরের দলের কাছে। সেই কারণে মঙ্গলবারের ম্যাচে কী পরিবর্তন হবে? দেখে নেওয়া যাক কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ।
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ। এই মুহূর্তে এক নম্বরে রয়েছে তারা। সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কোনও অনুশীলন না করার সিদ্ধান্ত নিল কেকেআর।
আইপিএলের মাঠে ধারাভাষ্যকার ও ১০ দলকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন সেই নির্দেশ মেনে চলতে হবে। নইলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্য দিকে চেন্নাই সুপার কিংস হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই দুই ম্যাচের পরে পয়েন্ট তালিকায় কে কোথায়?
ইডেনে শাহরুখ খানকে দেখা গেল অন্য ভূমিকায়। খেলা শেষে গ্যালারিতে পড়ে থাকা কেকেআরের পতাকা কুড়োলেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে।
আইপিএল দেখতে যাওয়া এখন বেশ 'ইন'। সামাজিক স্টেটাস নির্ধারণের অন্যতম মাপকাঠি। আত্মীয়-পরিজন, প্রতিবেশী, বন্ধুদের কাছে দরবৃদ্ধির মাধ্যম!