হারের পর যে কোনও দলেরই কাঁধ ঝুঁকে যাওয়া স্বাভাবিক। কিন্তু সেই দলের মালিক যদি শাহরুখ খান হন, তাহলে তো তিনি দলকে দমে যেতে দেবেন না। ‘চক দে ইন্ডিয়া’র কবীর খানকে বাস্তবে দেখা গেল নাইটদের সাজঘরে। মেন্টর গম্ভীরকে পেপটক দিলেন শাহরুখ।
মঙ্গলবার আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি।
পুরস্কার নিতে যাওয়ার মতোও শক্তি ছিল না বাটলারের গায়ে। মঞ্চের কাছে গিয়ে তিনি বসে পড়েন। তাঁর দিকে এগিয়ে যান শাহরুখ খান। কষ্ট হলেও উঠে দাঁড়িয়ে কিং খানের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি।
একার কাঁধে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন জস বাটলার। ২২৩ রান করেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ম্যাচ হেরে বাটলারের প্রশংসা শোনা গেল শ্রেয়স আয়ারের গলায়।
ঘরের মাঠে জিততে পারল না কেকেআর। রাজস্থান রয়্যালসের কাছে হারায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে গেল কলকাতা। বাটলারের অপরাজিত শতরানের ইনিংস হারিয়ে দিল কেকেআরকে।
স্কোরবোর্ডে ২২৩ রান। সুনীল নারাইনের শতরান। তার পরেও কলকাতা ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। নারাইনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। কেন হারল কলকাতা?
ঘরের মাঠে জেতার কাছে পৌঁছেও হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। সুনীল নারাইনের দাপটে প্রথমে ব্যাট করে ২২৩ রান করে কেকেআর। জস বাটলারের শতরানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস।
গত বছর আইপিএলে কয়েকটি ম্যাচে ওপেন করলেও তেমন সাফল্য পাননি নারাইন। এ বার তাঁকেই দেখা যাচ্ছে অন্য মেজাজে। প্রায় প্রতি ম্যাচেই দলের ইনিংসকে পৌঁছে দিচ্ছেন ভাল জায়গায়।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। মঙ্গলবার স্বপ্নপূরণ হল সুনীল নারাইনের। রাজস্থানের বিরুদ্ধে শতরান করলেন তিনি। আইপিএলে নারাইনের প্রথম শতরান এবং সর্বোচ্চ স্কোর।
দু’দিন আগে খেলা লখনউ ম্যাচের অভিজ্ঞতা থেকে শ্রেয়স জানতেন, টস গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু মঙ্গলবার টস হারলেন শ্রেয়স। রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে।