আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে দুর্দান্ত বল করেছেন মিচেল স্টার্ক। চলতি প্রতিযোগিতার সেরা ডেলিভারি কি করে ফেলেছেন তিনি?
এমএ চিদম্বরম স্টেডিয়ামে যে এতটা সুইং পাবেন, আশাও করেননি। বৈভব বলছিলেন, ‘‘স্বপ্নের ডেলিভারিতে আউট করেছি হেড-কে। আইপিএলের প্রথম দিন থেকে বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই বলটা করতে চেয়েছি।”
আইপিএল ফাইনালে জেতার পর স্টার্ককে পাশে নিয়েই প্রিয় অস্ট্রেলীয় ক্রিকেটারের নাম বলেছেন বেঙ্কটেশ। দু’মাস এক সাজঘরে কাটিয়েও সতীর্থকে রেখেছেন দু’নম্বরে।
তিন বছর অন্তর আইপিএলের পূর্ণ নিলাম হয়। ২০২৫ সালের আইপিএলের আগে আবার নতুন করে ক্রিকেটার কিনবে ফ্র্যাঞ্চাইজ়িগুলি। তবে চার জনকে রেখে দেওয়ার সুযোগ রয়েছে।
কেকেআরের আইপিএল জয়ে অবদান রাখতে পেরে খুশি স্টার্ক। তাঁর আশা, আগামী দিনেও বেগনি জার্সি পরে খেলবেন। তবে রবিবার রাত থেকেই স্টার্ক ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য আইপিএল থেকে দূরে ছিলেন বেশ কয়েক বছর। ফিরেই কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। ট্রফি পেয়ে সেই মিচেল স্টার্কের মুখে অবসরের কথা।
এ বার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অনেক ক্রিকেটারই ভাল খেলেছেন। বিভিন্ন ম্যাচে দলের জয়ে বিভিন্ন জন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবু কয়েক জনের পারফরম্যান্স আলাদা করে উল্লেখযোগ্য।
সাত বছর ধরে কেকেআরের সঙ্গে যুক্ত থাকার পর এ বার স্বপ্ন পূরণ হয়েছে আইপিএল জেতার। রিঙ্কু সিংহ নিশ্চিত, তিনি বিশ্বকাপও হাতে তুলতে পারবেন তিনি। রবিবার হায়দরাবাদকে হারানোর পর বলেছেন কেকেআরের ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। স্বপ্নপূরণ হয়েছে রিঙ্কু সিংহের। ট্রফিকে আগলে ধরেছেন তিনি।
কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েছিলেন শ্রেয়স আয়ার। সেখান থেকে আইপিএল জয়ের লড়াইটা সহজ ছিল না কেকেআর অধিনায়কের কাছে।