যশস্বী একটি ছয় মারলেই শতরান করতে পারতেন। ছবি: পিটিআই
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের হারের পরে তিরস্কৃত হলেন সুযশ শর্মা। কেকেআরের তরুণ স্পিনার যে ভাবে যশস্বী জয়সওয়ালের শতরান আটকাতে চেয়েছিলেন, তা ভাল ভাবে নেননি অনেকেই। সমালোচনা করা হয়েছে তাঁর সেই চেষ্টার। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে যশস্বী ৯৮ রানে অপরাজিত থাকেন।
কলকাতা প্রথমে ব্যাট করে ১৪৯ রান করে। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই সেই রান তুলে নেয় রাজস্থান। যশস্বী ৯৮ রান করেন। ১৩তম ওভারে বল করছিলেন সুযশ। সেই ওভারের আগে ১০ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। সুযশ সাত রান দেন। কিন্তু শেষ বলটা করার সময় তিনি সঞ্জু স্যামসনকে ইচ্ছাকৃত ভাবে ওয়াইড বল করতে যান। সঞ্জু তা আটকে দেন। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা যশস্বীর তখন ৯৪ রান। তাঁর দিকে দু’হাত তুলে সঞ্জু ইঙ্গিত করেন ছক্কা মারার।
যশস্বী একটি ছয় মারলেই শতরান করতে পারতেন। কিন্তু সুযশ ইচ্ছাকৃত ভাবে ওয়াইড বল করে সেই শতরান আটকাতে চাইছিলেন। এটাই মেনে নিতে পারছেন না আকাশ চোপড়া। তিনি টুইট করে লেখেন, “যশস্বীকে ১০০ রান করতে না দেওয়ার চেষ্টা। সেই কারণে ওয়াইড বল করা। খুবই খারাপ মানসিকতা বলে আমার মনে হয়।” পরে আরও একটি টুইটে তিনি লেখেন, “ভাবুন এই একই কাজ পাকিস্তানের কোনও বোলার করলেন বিরাট কোহলির বিরুদ্ধে। এখন যাঁরা সুযশের পাশে দাঁড়াচ্ছেন, তাঁরাই তখন ট্রোল করবেন সেই বোলারকে।”
Imagine a Pakistan bowler doing that to prevent Kohli from getting to his century. The same people who are giving gyan on how it’s absolutely okay…and that it wasn’t deliberate…will ensure that that bowler starts trending in minutes. Trolling level hi alag hota tab. Typical… https://t.co/u3wwOIV0ro
— Aakash Chopra (@cricketaakash) May 11, 2023
যশস্বী যদিও ম্যাচ শেষে বলেন যে, তিনি শতরান নিয়ে ভাবছিলেন না। যশস্বী বলেন, “আমি চাইছিলাম মাঠে নেমে দ্রুত রান তুলতে। সেটা পেরেছি, ভাল লাগছে। এমন নয় যে, আমি যা চাই, তাই পাই। কিন্তু আমি পরিশ্রম করি এবং নিজের উপর বিশ্বাস রাখি। তাতেই ফল আসে। আমার মাথায় শুধুই নেট রানরেট ছিল। আমি আর সঞ্জু চাইছিলাম দ্রুত ম্যাচ শেষ করতে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy