যশ ঢুল। —ফাইল ছবি
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই নজর কেড়ে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপের আসরে দুরন্ত পারফরম্যান্সের জেরে আইপিএল নিলামে যশ ঢুলকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই দু’ইনিংসে শতরান করে নজির গড়েছিলেন। এ বার আইপিএলের প্রস্তুতিতেও চমক দেখাচ্ছেন দিল্লির এই তরুণ ব্যাটার। ক্রিকেট ব্যাকরণের বাইরে বেরিয়ে অভিনব আপার কাট মারছেন যশ। তাও অনায়াসে। শট নেওয়ার সময় পিছন দিকে তাকাচ্ছেনও না আত্মবিশ্বাসী যশ।
যশের এই উদ্ভাবনী অক্রিকেটীয় শট ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দিল্লি শিবিরে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি নেটে অনুশীলনের সময় তাঁর এই শট নেট মাধ্যমে দিয়েছে।
That No-look was S.M.O.O.T.H 🤌
— Delhi Capitals (@DelhiCapitals) March 21, 2022
🔝 Upper Cut 🔥 @YashDhull2002 🤩#YehHaiNayiDilli #IPL2022 pic.twitter.com/vrnyoso5MS
ঋষভ পন্থের দলে এবার রয়েছেন একাধিক তারকা। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের মতো ব্যাটাররা রয়েছেন দিল্লি দলে। যশ যে ছন্দে রয়েছেন এবং অনুশীলনে ব্যাট করার সময় যে অভিনবত্ব দেখাচ্ছেন, তাতে প্রথম একাদশে সুযোগ পাওয়া অসম্ভব নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy