ধোনি নেতৃত্বে ফিরতেই ম্যাচ জিতেছে চেন্নাই। সেই দিনেই ধোনিকে দেখা গেল শিক্ষকের ভূমিকায়। হায়দরাবাদের উমরান মালিক এবং নিকোলাস পুরানের সঙ্গে কথা বললেন তিনি। পরামর্শ দিলেন তরুণদের। নেটমাধ্যমে সেই ছবিই দিল হায়দরাবাদ। এর মাঝেই ধোনির থেকে জার্সি সই করিয়ে নিয়ে গেলেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার নিজে উমরানের দায়িত্ব নিয়েছেন। তাঁকে তৈরি করছেন হায়দরাবাদ দলের বোলিং কোচ স্টেন।
—ফাইল চিত্র
চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা তাক করে ছিল মহেন্দ্র সিংহ ধোনির দিকেই। টস করতে নামা থেকে তিনি কী কী করছেন সব কিছুই দেখানো হয়েছে। এত দিন পর ফের তিনি অধিনায়ক, নজর তো থাকবেই। সেই ক্যামেরাতেই ধরা পড়লেন শিক্ষক ধোনি।
ধোনি নেতৃত্বে ফিরতেই ম্যাচ জিতেছে চেন্নাই। সেই দিনেই ধোনিকে দেখা গেল শিক্ষকের ভূমিকায়। হায়দরাবাদের উমরান মালিক এবং নিকোলাস পুরানের সঙ্গে কথা বললেন তিনি। পরামর্শ দিলেন তরুণদের। নেটমাধ্যমে সেই ছবিই দিল হায়দরাবাদ। এর মাঝেই ধোনির থেকে জার্সি সই করিয়ে নিয়ে গেলেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার নিজে উমরানের দায়িত্ব নিয়েছেন। তাঁকে তৈরি করছেন হায়দরাবাদ দলের বোলিং কোচ স্টেন।
Soaking in MS' words after our day at the office. 💛🧡#SRHvCSK #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/YG4F2vnPQc
— SunRisers Hyderabad (@SunRisers) May 2, 2022
এ বারের আইপিএলে ইতিমধ্যেই ১৫টি উইকেট নিয়েছেন উমরান। দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে নিয়মিত বল করেন তিনি। ধোনির অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করবে। পুরান শিখতে পারেন ধোনির ম্যাচ শেষ করার ক্ষমতা। ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করতে এখনও ধোনির জুড়ি মেলা ভার। এ বারের আইপিএলেও সেটা করে দেখিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy