রাজস্থানের অধিনায়ক সঞ্জু সমালোচিত ছবি আইপিএল
মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছে রাজস্থান। এ মরসুমে এটাই তাদের প্রথম হার। বেঙ্গালুরু জেতার পরেই রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের সমালোচনা করেছেন সুনীল গাওস্কর এবং রবি শাস্ত্রী। ম্যাচে তাঁর দু’টি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন গাওস্কর এবং শাস্ত্রী।
রাজস্থানের বিরুদ্ধে বেঙ্গালুরুর জিততে এক সময় সাত ওভারে ৮৪ রান দরকার ছিল। সেখান থেকে শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিক ম্যাচ ঘুরিয়ে দেন। ১৪তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ২১ রান নেন কার্তিক। ওটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। ১৫তম ওভারে হাতে অভিজ্ঞ যুজবেন্দ্র চহাল থাকা সত্ত্বেও নবদীপ সাইনিকে দিয়ে ওভার করান সঞ্জু। সেই ওভারেও অনেক রান হয়।
What a sensational win! 👌 👌
— IndianPremierLeague (@IPL) April 5, 2022
Second victory on the bounce & 2⃣ more points in the bag for @RCBTweets as they beat #RR by 4⃣ wickets. 👏 👏
Scorecard ▶️ https://t.co/mANeRaZc3i #TATAIPL | #RRvRCB pic.twitter.com/VJMRJ1fhtP
শাস্ত্রী বলেছেন, “অশ্বিনের ওভারে রান পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল কার্তিকের। ও ছন্দ পেয়ে গিয়েছিল। একজন বোলার ২১ রান দিলে ফিল্ডিং দল কী করে? তখন এমন একজনকে আনে যে রানের গতি কমাতে পারে। আমার মতে, পরের ওভার চহালকে দেওয়া উচিত ছিল। কিন্তু সঞ্জু বল দিল সাইনির হাতে। গোটা বোলিং বিভাগে ও সবচেয়ে অনভিজ্ঞ। ওই ওভারে সাইনি ১৭ খেতেই খেলা শেষ হয়ে গেল।”
গাওস্কর বলেছেন, “সঞ্জুর ভাবনাচিন্তা বিপক্ষ দল সহজেই বুঝতে পারছে। দীনেশ কার্তিকের বিরুদ্ধে অন সাইডের বাউন্ডারিতে কোনও ফিল্ডার ছিল না। এ ধরনের কৌশল কাম্য নয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy