কী ভাবে ম্যাচ জেতালেন রশিদ ছবি পিটিআই
শেষ ওভারে তিনটি ছয় মেরেছেন তিনি। শেষ ছক্কায় দলকে ম্যাচও জিতিয়েছেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও যে দলকে ম্যাচ জেতাতে পারেন সেটা আবার প্রমাণ করলেন রশিদ খান। এর আগে হায়দরাবাদের হয়ে ম্যাচ জিতিয়েছেন। এ বার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জেতালেন।
দলকে জেতানোর পর তাঁর সাক্ষাৎকার নেন রাহুল তেওয়াটিয়া। তাঁকে রশিদ বলেন, “খুব ভাল লাগছে। জানতাম যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারি তা হলে এই ম্যাচ আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। নিজের পুরনো দলের বিরুদ্ধে জেতাতে পেরে আরও খুশি। নিজের খেলাটাই খেলতে চেয়েছিলাম। নিজের ব্যাটিং নিয়ে গত দু’বছর ধরে খেটেছি। সেটাই এখন কাজে দিচ্ছে।”
Our chase master talks about how it's done 🙏🙌
— Gujarat Titans (@gujarat_titans) April 28, 2022
Rahul aur Rashid bhai, kya kamaal jeet dilaai 💙#SeasonOfFirsts #AavaDe #GTvSRH pic.twitter.com/z3jNxiPW6q
শেষ ওভারে দরকার ছিল ২২ রান। কী পরিকল্পনা ছিল তখন? রশিদ বলেছেন, “আমি তেওয়াটিয়াকে বললাম, দেখো, আমরা দলের সেরা বোলারকে (লকি ফার্গুসন) দিয়ে বল করিয়েও শেষ ওভারে ২৫ রান খেয়েছি। তাই সেই রানটা আমরাও তুলতে পারি। শুধু আত্মবিশ্বাস থাকতে হবে। একটা বল নষ্ট হলে ভয় পেতে বারণ করেছিলাম। জানতাম, মানসিক ভাবে শক্তিশালী থাকলে এই ম্যাচ আমরা বের করে দিতে পারব।”
তেওয়াটিয়াও পাল্টা রশিদের প্রশংসা করে বলেন, “রশিদভাই আমাকে প্রথমেই বলে, এই রান তাড়া করা সম্ভব। আমি ওকে বলি, যদি প্রথম বলেই ছয় মারতে পারি তা হলে অনেকটা আত্মবিশ্বাস পাব। তখনই ঠিক করে নিই, যে করেই হোক ছয় মারতেই হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy