Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Saif Ali Khan Health Update

হেঁটে বাড়ি ঢুকছেন ঠিকই, কিন্তু এখনই কী কী করতে পারবেন না সইফ? জানালেন চিকিৎসক

মঙ্গলবার সইফ আলি খান বাড়ি ফেরার পর আপাতদৃষ্টিতে অনেকেরই সুস্থ মনে হয়েছে তাঁকে। যদিও চিকিৎসকদের একগুচ্ছ বিধিনিষেধ রয়েছে সইফের গতিবিধির উপর।

Saif Ali Khan Fitness Schedule actor advice no gym complete rest suggested by doctors

কী কী নিষেধাজ্ঞা রয়েছে সইফের উপর? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫
Share: Save:

পিঠে বিঁধে ছিল ছুরির আড়াই ইঞ্চি ফলা। হাতে, ঘাড়ে ছুরির কোপ। পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সইফ আলি খান। অনেকেই ভেবেছিলেন হয়তো চোখেমুখে ক্লান্তির ছাপ থাকবে। কিন্তু ঘটল উল্টোটা। মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ঢুকলেন দ্বিগুণ বিক্রমে। পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। ঢুকে আলোকচিত্রীদের উদ্দেশে হাতও নাড়েন তিনি। বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচিয়ে বুঝিয়ে দেন, তিনি ঠিক আছেন। আপাতদৃষ্টিতে অনেকেরই সুস্থ মনে হয়েছে সইফকে। যদিও চিকিৎসকেরা একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছেন সইফের গতিবিধির উপর।

সইফ এখনই কাজে ফিরতে পারবেন না। মাসখানেক বিশ্রামের প্রয়োজন। আপাতত শরীরচর্চা করা একেবারে বন্ধ। বরাবরই অভিনেতা স্বাস্থ্যসচেতন। স্ত্রী-পুত্রদের নিয়ে শরীরচর্চা করেন। যাঁরা শরীরচর্চা করার সময় পান না বলে অজুহাত দেন, তাঁদের অপছন্দই করেন তিনি। আক্রান্ত হওয়ার দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেকেই বলেন শরীরচর্চার জন্য নাকি সময় পান না। এটা বিরক্তিকর বলে মনে হয়। বাকি সব কিছু করার সময় থাকলে এটার জন্যও সময় বার করা যায়। শরীর ভাল থাকলে ব্যক্তিগত জীবনে থাকা সম্পর্কের উপরও ইতিবাচক প্রভাব পড়ে।’’

অন্য বিষয়গুলি:

Saif Ali Khan Bollywood Actor Attacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy