—ফাইল চিত্র
একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় একটা সময় শীর্ষে থাকা লখনউ সুপার জায়ান্টস বিদায় নিল আইপিএল থেকে। ইডেনে বুধবার ১৪ রানে হেরে যায় তারা। লোকেশ রাহুলের দল হেরে যাওয়ার পর দেখা যায় গৌতম গম্ভীর কড়া চোখে তাকিয়ে রয়েছেন তাঁর দিকে।
একটা সময় আরসিবি-র হয়ে খেলেই পরিচিতি পান রাহুল। এর পর পঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দেন তিনি। এই মরসুমে তাঁকে নিলামের আগে দলে নেয় লখনউ। ইডেনে ৫৮ বলে ৭৯ রানের ইনিংস খেললেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। রজত পাটীদারের শতরানে ভর করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। এর পর আরসিবি-র ক্রিকেটার যেমন আনন্দে মেতে ওঠেন, তেমনই বিমর্ষ হয়ে পড়ে লখনউ শিবির। লখনউয়ের ডাগ আউটে দেখা যায় গৌতম গম্ভীর কড়া চোখে তাকিয়ে রয়েছেন লোকেশ রাহুলের দিকে।
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক থাকার সময় আইপিএল ট্রফি জিতে ইডেনের মাঠেই উৎসবে মেতেছিলেন গম্ভীর। সেই মাঠেই এ বার বিদায় ঘটল তাঁর দলের। এক সময়ের ‘ঘরের মাঠে’ জিতে ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন গম্ভীর। সেটাই হল না। তাতেই রেগে গেলেন গম্ভীর?
Gautam Gambhir sir with #KLRahul after the match#LSG pic.twitter.com/ypdXEkSN0R
— KL Siku Kumar (@KL_Siku_Kumar) May 25, 2022
বুধবার পাটীদারের থেকে চার বল বেশি খেললেও দু’জন ব্যাটারের রানের মধ্যে তফাত অনেকটাই। পাটীদার ১১২ রানে অপরাজিত থাকলেও রাহুল আউট হয়ে যান ৭৯ রানে। ম্যাচে বেশ কিছু ক্যাচও ফেলে লখনউ। জয়ের খুব কাছে এসেও হেরে যায় তারা। তাতেই গম্ভীর বিরক্ত বলে মনে করা হচ্ছে। নেটমাধ্যমে গম্ভীরের তেমনই একটি ছবি দেখা গিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy