ছবি: আইপিএল
বেঙ্গালুরুর কাছে হারের পর ফের জয়ে ফিরল কলকাতা। পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা।
১৫ বলে ২৬ রান করে আউট শ্রেয়স। রাহুল চহারের বলে ক্যাচ তুলে দিলেন তিনি।
রহাণে আউট হতে তিন নম্বরে নামলেন শ্রেয়স। শুরু থেকেই তাঁর শটে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। ৪ ওভারে ৩৩ রান তুলল কলকাতা।
১৪ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। ১১ বলে ১২ রান করে আউট রহাণে।
১৯তম ওভারে বল করতে আসেন রাসেল। প্রথম বলে একটি উইকেট নেন তিনি। পরের বলে রান আউট হন অর্শদীপ। ১৩৭ রানেই শেষ পঞ্জাবের ইনিংস। জয়ের জন্য ১৩৮ রান প্রয়োজন কলকাতার।
পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন উমেশ। তাঁর দাপটে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে পঞ্জাব।
শূন্য রানে আউট শাহরুখ। ষষ্ঠ উইকেট হারাল পঞ্জাব। দ্বিতীয় উইকেট পেলেন সাউদি। ক্রিজে হরপ্রীত এবং ওডিন স্মিথ।
প্রথম দশ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারাল পঞ্জাব। দুই উইকেট নেন উমেশ। একটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি, শিবম মাভি এবং সুনীল নারাইন। পঞ্জাবের হয়ে ক্রিজে রয়েছেন শাহরুখ খান এবং হরপ্রীত ব্রার।
তৃতীয় উইকেট হারাল পঞ্জাব। টিম সাউদির বলে উইকেটরক্ষক স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিলেন শিখর ধবন। অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে আউট হলেন তিনি। ১৫ বলে ১৬ রান করেন শিখর।
এক ওভারে ২২ রান দিলেন মাভি। তাঁর ওভারে প্রথম বলে চার এবং পরের তিনটি বলে ছয় মারেন ভানুকা। সেই ওভারের পঞ্চম বলে ফের ছয় মারতে গিয়ে সাউদির হাতে ক্যাচ দিলেন ভানুকা। ৪৩ রানে ২ উইকেট হারাল পঞ্জাব।
প্রথম ওভারে উইকেট পাওয়া উমেশকে স্ট্রেট ড্রাইভে দুরন্ত ছয় মারলেন শিখর। ১৪ রান উঠল সেই ওভারে।
ময়ঙ্ককে হারিয়ে ৭ রান তুলল পঞ্জাব। শুরুতেই উমেশ ফিরিয়ে দেন পঞ্জাবের অধিনায়ককে।
শেল্ডন জ্যাকসনকে বসিয়ে শিবম মাভিকে দলে নিয়েছে কলকাতা।
A look at the Playing XI for #KKRvPBKS
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
Live - https://t.co/lO2arKbxgf #KKRvPBKS #TATAIPL pic.twitter.com/FrOuHdROAS
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy