রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।
ছবি: টুইটার থেকে
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে দর্শক শুধু ব্যাটে, বলে নয়, লড়াই দেখল মুখেও। রিয়ান পরাগ এবং হর্ষল পটেলের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল মাঠের মধ্যেই। ম্যাচ শেষেও সেটার জের রয়ে গিয়েছে বোঝা গেল হাত না মেলানো দেখে।
রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শেষ ওভারে ১৮ রান তোলেন রিয়ান। হর্ষলের সেই ওভারে দু’টি ছয় এবং একটি চার মারেন অসমের এই ক্রিকেটার। রাজস্থানকে লড়াই করার মতো রান তুলে দেন তিনি। আরসিবি-র সামনে সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৩১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রিয়ান। তিনিই দলকে লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন।
কিন্তু রিয়ানের এই কাণ্ড ভাল ভাবে নেননি হর্ষল। তাঁর ওভারে রিয়ান ছয় মারার পর কটূক্তি করেন আরসিবি-র পেসার। ম্যাচ শেষে রিয়ান হাত মেলাতে গিয়েছিলেন হর্ষলের সঙ্গে। কিন্তু তখন হাতই মেলালেন না হর্ষল। ব্যাপারটায় অবাক হন রিয়ানও।
Harshal patel and riyan parag fight from stadium#riyanparag #harshalpatel #ipl #RRVSRCB #rcbvsrr #pune pic.twitter.com/2ICjMqO84O
— Jayesh #Rinku Stan acc (@Jayesh_2009) April 26, 2022
One Young Talent Jealous Of Other.
— Jayakrishna (@ImJK_117) April 27, 2022
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals @RCBTweets @IPL pic.twitter.com/Sg0Pv2pfSC
মঙ্গলবার হেরে বেঙ্গালুরু রয়ে গেল পঞ্চম স্থানে। রাজস্থান পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার আইপিএলে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই ছন্দে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা এই দলের কাছে সুযোগ থাকবে শীর্ষে ওঠার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy