Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL

RCB: পাঁচ কারণ: কী ভাবে চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কোন পাঁচ কারণে চেন্নাই সুপার কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, জানাল আনন্দবাজার অনলাইন।

বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২৩:১৬
Share: Save:

জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বুধবার চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারাল তারা। কোন পাঁচ কারণে জিতল বেঙ্গালুরু, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, শুরুটা ভাল করে বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে সাত ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬২ রান তুলে ফেলেন বিরাট কোহলী ও ফ্যাফ ডুপ্লেসি।

দুই, বিনা উইকেটে ৬২ থেকে ৭৯/৩ হয়ে গিয়েও বেঙ্গালুরু ১৭৩ রান তোলে মিডল অর্ডারের ভাল ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে চার নম্বরে নেমে মহিপাল লোমরোর ২৭ বলে ৪২ রান করেন। দীনেশ কার্তিকও ১৭ বলে অপরাজিত ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

তিন, দুই অস্ট্রেলীয় জস হ্যাজেলউড ও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত বোলিং। দু’জনের আট ওভারে মাত্র ৪১ রান ওঠে। দু’জনে তিনটি উইকেটও তুলে নেন।

চার, বেঙ্গালুরুর মিডল অর্ডার সফল হলেও চেন্নাইয়ের রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা এবং মহেন্দ্র সিংহ ধোনি ব্যর্থ।

পাঁচ, বেঙ্গালুরুর বোলাররা একটিও ওয়াইড বা নো বল করেননি।

অন্য বিষয়গুলি:

IPL IPL 2022 RCB CSK MS Dhoni Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE