Advertisement
২৬ নভেম্বর ২০২৪
Virat Kohli

IPL 2022: কোহলী, রোহিতের সঙ্গে হাত মেলাতে গিয়ে হাজতে সমর্থক, প্রশ্ন আইপিএলের নিরাপত্তা নিয়ে

নিরাপত্তার বেড়া টপকে বিরাট কোহলী এবং রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে মাঠে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বিপাকে কোহলী, রোহিতের ভক্ত।

বিপাকে কোহলী, রোহিতের ভক্ত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১০:০৭
Share: Save:

নিরাপত্তার বেড়া টপকে বিরাট কোহলী এবং রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে মাঠে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই ঘটনা ঘটেছে পুণের স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচ চলার সময়। তবে ওই সমর্থকের মাঠে ঢোকা নিয়ে লেগে গিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা (এমসিএ) এবং মহারাষ্ট্র পুলিশের।

দশরথ যাদব নামে ২৬ বছরের ওই সমর্থককে রবিবার গ্রেফতার করেছে পিম্পড়ি-চিচওয়াড় পুলিশ। তাঁর বিরুদ্ধে নিরাপত্তা ভঙ্গ এবং খেলার মাঝে সমস্যা তৈরি করার মতো বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এক ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই সমর্থক প্রথমে মাঠে ঢুকে ব্যাট করতে থাকা কোহলীর সঙ্গে হাত মেলান। এর পর পয়েন্টে ফিল্ডিং করতে থাকা রোহিতের দিকে এগিয়ে গিয়ে একই কাজ করতে যান। তবে রোহিত আগে থেকেই হাত নেড়ে সমর্থককে ফিরে যেতে বলছিলেন। কিন্তু ওই সমর্থক তা শোনেননি। পরে পুলিশ মাঠে ঢুকে তাঁকে বের করে নিয়ে যায়।

কিন্তু এমসিএ কর্তারা ঘটনায় একেবারেই খুশি নন। এই ঘটনাকে পুলিশের গাফিলতি হিসেবেই দেখতে চাইছেন তাঁরা। সভাপতি বিকাশ কাকাতকর বলেছেন, “নিরাপত্তার ত্রুটি স্পষ্ট। কোনও মতেই পুলিশের উচিত হয়নি ওই সমর্থককে মাঠের মধ্যে প্রবেশ করতে দেওয়া। মাঠের বেড়া টপকানোর সময়েই ওকে আটকানো দরকার ছিল। এ ধরনের ছোট ঘটনাও ভবিষ্যতে হওয়া একেবারেই উচিত নয়। পুলিশকে আমরা সেটা জানিয়েছি এবং নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলেছি।”

প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকরও এই ঘটনায় ক্ষুব্ধ। বলেছেন, “ইদানীং এই ধরনের ঘটনা শোনা যায়নি। একজন সমর্থক সরাসরি খেলোয়াড়ের কাছে পৌঁছে যাচ্ছে, এটা নিরাপত্তার গাফিলতি তো বটেই। যে কোনও উপায়ে এই ঘটনা এড়াতে হবে।”

ঘটনাটি ঘটেছে পিম্পড়ি-চিচওয়াড়ের পুলিশ কমিশনার কৃষ্ণ কুমার মাঠে থাকার সময়েই। যদিও কুমার বলেছেন, “এটা নিরাপত্তার গাফিলতি নয়। এক অতি উৎসাহী সমর্থক এই কাজ করেছে। মাঠে ৬০০ পুলিশ ছিল। তা হলে কী করে নিরাপত্তার অভাব হতে পারে?”

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma fan arrest IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy