দিল্লির বিরুদ্ধে কার্তিক যখন ব্যাট করতে নামেন, তখন বেঙ্গালুরু ১১.২ ওভারে ৯২ রানে ৫ উইকেট হারিয়েছে। সেখান থেকে বাংলার শাহবাদ আহমেদকে সঙ্গে নিয়ে দলের স্কোর পৌঁছে দেন ১৮৯ রানে।
দীনেশ কার্তিক। ছবি: আইপিএল
পরের পর ম্যাচে রান করছেন দীনেশ কার্তিক। শনিবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৬ রানে অপরাজিত থাকলেন তিনি। মাত্র ৩৪টি বলে সেই রান তুলে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন অভিজ্ঞ উইকেটরক্ষক।
এক সাক্ষাৎকারে কার্তিক বলেছিলেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। কথাটা যে নিছক মজা করতে বলেননি সেই প্রমাণই দিচ্ছেন এ বারের আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দারুণ ছন্দে রয়েছেন আরসিবি-র হয়ে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে তাঁর সংগ্রহ ৬ ম্যাচে ১৯৭ রান। স্ট্রাইক রেট ২০৯.৫৭। ফিনিশার হিসেবে নিজেকে বার বার প্রমাণ করেছেন তিনি।
দিল্লির বিরুদ্ধে কার্তিক যখন ব্যাট করতে নামেন, তখন বেঙ্গালুরু ১১.২ ওভারে ৯২ রানে ৫ উইকেট হারিয়েছে। সেখান থেকে বাংলার শাহবাদ আহমেদকে সঙ্গে নিয়ে দলের স্কোর পৌঁছে দেন ১৮৯ রানে।
দিল্লিকে ১৬ রানে হারিয়ে দিল বেঙ্গালুরু। লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy